LPG cylinder price hike: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! মাসের শুরুতেই বাড়লো রান্নার গ্যাসের দাম।

লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই নাজেহাল দেশের মধ্যবিত্ত। তার ওপরে মাসের শুরুতেই বেড়ে গেলো রান্নার গ্যাসের দাম। সম্প্রতি দেশের তেল সংস্থা গুলি রান্নার গ্যাসের পাশাপাশি বাণিজ্যিক গ্যাসেরও দাম বাড়িয়েছে।

Cooking gas prices hiked at the beginning of the month

মাসের শুরুতেই মধ্যবিত্তের কপালে নতুন চিন্তার ভাঁজ, দেশে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বেড়েছে। আবার অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩৫০.৫০ টাকা বেড়েছে।

এই মূল্যবৃদ্ধির কারণে কলকাতায় রান্নার গ্যাসের দাম ১০৭৯ টাকা থেকে বেড়ে ১১২৯ টাকা হয়েছে এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৬৯ টাকা থেকে ২২২১ টাকা হয়েছে।

HS exam 2023: উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কড়া নির্দেশিকা জারি করলো সংসদ। শিক্ষকদের বিরুদ্ধেও নেওয়া হবে কড়া পদক্ষেপ।

কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য শহরেও বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। প্রসঙ্গত মাসের শুরুতেই দেশে রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের দাম ১০৫৩ টাকা থেকে বেড়ে হয়েছে ১১০৩ টাকা। এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৬৯ টাকা থেকে বেড়ে ২১১৯ টাকা হয়েছে।

তেমন অন্যদিকে মুম্বাইয়ে রান্নার গ্যাসের দাম ১০৫২ টাকা থেকে বেড়ে ১১০২ টাকা হয়েছে এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১৭২১ টাকা থেকে বেড়ে ২০৭১ টাকা হয়ে গেছে।

Pan Aadhaar Link: প্যান কার্ডের এর সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে নাকি শেষ বারের মতো একবার দেখেনিন। নাহলেই হতে পারে ১০ হাজার টাকার জরিমানা সহ জেল।

এর পাশাপাশি চেন্নাইয়ে রান্নার গ্যাসের দাম ১০৬৮ টাকা থেকে বেড়ে ১১১৮ টাকা হয়েছে এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১৯১৭ টাকা থেকে বেড়ে ২২৬৮ টাকা হয়ে গেছে।

প্রসঙ্গত গ্যাস সিলিন্ডারের সংস্থা গুলি প্রতিমাসেই আন্তর্জাতিক বাজেরর ওপর ভিত্তি করে নির্ধারিত করে দেশের গ্যাসের দাম তবে গত কয়েক মাস ধরেই এই দাম অপরিবর্তিত ছিল। এর আগে ২০২২ এর জুলাই মাসে রান্নার গ্যাসের দাম এবং গত ফেব্রুয়ারি মাসে বাণিজ্যিক গ্যাসের দাম পরিবর্তন করা হয়েছিল।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন