Bharat Atta: দীপাবলিতে কেন্দ্রের নতুন উপহার, চালু হলো ভর্তুকি যুক্ত ভারত আটা

Government rolls out subsidized Bharat Atta

দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এবার বিরাট সিদ্ধান্ত নিলো মোদী সরকার। খাদ্যশস্যের ক্রমশ মূল্যবৃদ্ধিকে মাথায় রেখে এবার কেন্দ্র সরকার গত ৬ই নভেম্বর চালু করলো ভর্তুকি যুক্ত ভারত আটা (Bharat Atta)। ভর্তুকি যুক্ত এই আটা দেশ জুড়ে উপলব্ধ করানো হবে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী মোট ২.৫ লক্ষ টন গম ভারত সরকারের বিভিন্ন সংস্থাকে ২১.৫ টাকা প্রতি কেজি হিসেবে উপলব্ধ করানো হয়েছে। এই সংস্থা গুলি এই গম কে আটা করে ২৭.৫ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি করবে।

এদিন খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রী পীযূষ গোয়েল মিডিয়াকে জানাই যে, “ভারত সরকার কৃষক এবং ভোক্তা উভয়ের কল্যাণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমরা দেশের জনগণকে খাদ্যপণ্য এর ক্রমবর্ধমান দাম থেকে রক্ষা করার জন্য খাদ্যপণ্য সংগ্রহ করেছি এবং এবার ভোক্তাদের সুবিধার জন্য ভর্তুকি দিয়ে তা বিক্রি করা হবে। টমেটোর ক্ষেত্রেও এমনটাই করা হয়েছিল যা টমেটোর দাম কমিয়ে আনতে সাহায্য করেছিল। তারপর আমরা ভারত ডাল চালু করেছি এবং পেঁয়াজের ক্ষেত্রেও তাই করা হচ্ছে”।

পেঁয়াজের ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ করার জন্য, ডিপার্টমেন্ট অফ কনসিউমার অ্যাফেয়ার্স ইতিমধ্যে রপ্তানি শুল্কে নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছে। অন্যদিকে আটার দামও ধীরে ধীরে একটি চিন্তার বিষয়ে হয়ে উঠছে। বর্তমানে বাজের গড়ে ৩৬ টাকা কেজি বিক্রি হচ্ছে আটা। যা গত বছরের তুলনায় ৫.৬ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে।

এক্ষেত্রে ভারত আটা এই মূল্যবৃদ্ধি কে নিয়ন্ত্রণ করার জন্য একটি বড় পদক্ষেপ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, দেশ জুড়েমোট ৭০০টি মোবাইল ভ্যান এবং ২০০০ টি সরকারি আউটলেট থেকে এই ভর্তুকি যুক্ত আটা কিনতে পারবে দেশের জনগণ। এর সঙ্গে আরও জানানো হয় যে, মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার অন্যান্য সামগ্রীর ক্ষেত্রেও এমন পদক্ষেপ নিতে পারে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন