IIT Jammu Recruitment: ৫৯টি নন-টিচিং পদে চাকরির সুযোগ, IIT জম্মুতে চলছে নিয়োগ

Recruitment for 59 non-teaching posts in IIT Jammu

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জম্মু (IIT Jammu) রেজিস্ট্রা, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সহ আরও অন্যান্য পদে নিয়োগের জন্য জারি করেছে আমন্ত্রণ পত্র। গত ৫ই নভেম্বর থেকে শুরু করে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন পক্রিয়া চলবে। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা iitjammu.ac.in-এ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবে।

IIT জম্মু দ্বারা জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রা, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সহ ২১ টি পেশার মোট ৫৯টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে রেজিস্ট্রার এর ১টি পদে, ডেপুটি রেজিস্ট্রার এর ২টি পদে, ডেপুটি লাইব্রেরিয়ান এর ১টি পদে, সিনিয়র টেকনিকাল অফিসার এর ১টি পদে, সিনিয়র সাইন্টিফিক অফিসার এর ১টি পদে, এক্সেকিউটিভে সিভিল ইঞ্জিনিয়ার এর ১টি পদে, সাইন্টিফিক অফিসার এর ১টি পদে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এর ১টি পদে, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এর ১টি পদে, টেকনিকাল অফিসার এর ৪টি পদে, অ্যাসিস্ট্যান্ট এক্সেকিউটিভে এর ১টি পদে, সিভিল ইঞ্জিনিয়ার এর ১টি পদে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অফিসার এর ১টি পদে, ইনস্টিটিউট কাউন্সেলর এর ১টি পদে, ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অফিসার এর ১টি পদে, জুনিয়র সেকশন অফিসার এর ২টি পদে, ল্যাবরেটরি অফিসার এর ৪টি পদে, জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার এর ২টি পদে, জুনিয়র ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার এর ২টি পদে, জুনিয়র লাইব্রেরি ইনফরমেশন অফিসার এর ২টি পদে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এর ১০টি পদে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এর ১৯টি পদে নিয়োগ করা হচ্ছে।

এই পদগুলির নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

IIT জম্মু দ্বারা জারি করা এই শূন্য পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের গ্রুপ-A পদের জন্য ১০০০ টাকার এবং গ্রুপ-B পদের জন্য ৫০০ টাকার আবেদন ফি দিয়ে iitjammu.ac.in পোর্টাল থেকে আবেদন করতে হবে। এক্ষেত্রে এসসি, এসটি এবং PwD প্রার্থীদের কোনোরকম আবেদন ফি দিতে হবে না। তবে প্রসেসিং ফি হিসাবে ২০০ টাকা চার্জ দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন
আবেদনের পোর্টাল ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন