PM Kisan FPO: লটারি লাগলো কৃষকদের, ১৫ লক্ষ টাকা দিচ্ছে সরকার! এইভাবে করুন আবেদন

Government is giving 15 lakh rupees to the farmers

বর্তমানে রাজ্য হোক বা কেন্দ্র দুই সরকারই কৃষকদের জন্য চালু করেছে নানান ধরণের প্রকল্প ও সুবিধা। এই যোজনা গুলির মধ্যে কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ যোজনা (PM Kisan Yojana) ছাড়াও সরকার কৃষকদের ১৫ লক্ষ টাকা পর্যন্তের সুবিধা প্রদান করেছে। আপনিও যদি এই ১৫ লক্ষ টাকার সুবিধা পেতে চান, তাহলে কি কি করতে হবে আসুন তা জেনেনি।

ভারতকে একটি কৃষিপ্রধান দেশ বলা হয়, কিন্তু আজও দেশের কৃষকদের আর্থিক অবস্থা তেমন ভাবে উন্নত হয়নি। তবে এই বিষয়টিকে সম্পূর্ণ রূপে পরিবর্তন করার জন্য পিএম কিষাণ এফপিও স্কিম (PM Kisan FPO) শুরু করেছে ভারত সরকার। এই স্কিং থেকে দেশের কৃষকরা ১৫ লক্ষ টাকা পর্যন্তের সহায়তা নিচ্ছে।

FPO অর্থাৎ ফার্মার প্রোডিউসার অর্গানাজাশন কৃষি সম্পর্কিত ব্যবসা শুরু করার জন্য ১৫ লক্ষ টাকা পর্যন্তের সহায়তা প্রদান করছে। এই স্কিমের অন্তর্গত সুবিধা নিতে গেলে কৃষকদের একত্রিত হয়ে একটি সংস্থা বা সংগঠন তৈরী করতে হবে, যাতে কম পক্ষে ১১ জন কৃষক থাকতে হবে।

এই সরকারি প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষি সংক্রান্ত যন্ত্রপাতি, সার, ওষুধ ও বীজের মতো জিনিস কিনতে সাহায্য করা হবে। তথ্য অনুযায়ী, সরকারের লক্ষ্য ২০২৩-২৪ সালের মধ্যে ১০ হাজার এফপিও গঠনের।

এই প্রকল্প থেকে সুবিধা নেওয়ার জন্য আপনাকে ভারত সরকারের জাতীয় কৃষি বাজারের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.enam.gov.in) থেকে আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনার অর্থাৎ আপনার সংগঠনের আবেদন অনুমোদন পেলেই আপনি ১৫ লক্ষ টাকার সুবিধা নিতে পারবেন এবং আপনার কৃষি ব্যবসা শুরু করতে পারবেন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন