PM Kisan 15th Installment: দীপাবলিতে কৃষকরাও পাবে বোনাস, এই দিনে আসছে পিএম কিষানের ২০০০ টাকা

15th installment of PM Kisan is coming as a Diwali bonus

দীপাবলির উপলক্ষে সরকারি কর্মচারী থেকে শুরু করে বেসরকারি কর্মচারী সকলেই কম বেশি বোনাস পেয়ে থাকে। তবে এবার দেশের কৃষকরাও একটি বিরাট বোনাস পেতে চলেছে। পিএম কিষান সম্মান নিধি যোজনার অন্তর্গত ১৫ তম কিস্তির ২০০০ টাকা আসাতে চলেছে কোটি কোটি চাষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, দীপাবলির পরে খুব সম্ভবত নভেম্বরের তৃতীয়-চতুর্থ সপ্তাহে আসতে চলেছে পিএম কিষানের ১৫ তম কিস্তি। এবিষয়ে ইতিমধ্যেই দেশজুড়ে কৃষকদের মধ্যে উৎস সৃষ্টি হয়েছে। তবে এরই মধ্যে পিএম কিষান প্রকল্প নিয়ে একটি নতুন আপডেট আসছে।

DBT কৃষি বিহার ওয়েবসাইট থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৫ টম কিস্তির ২০০০ টাকা নিতে গেলে সুবিধাভোগীদের e-KYC করতে হবে। অন্যথায় তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে। জানিয়ে রাখি যে, এই উপডেটটি বিহার থেকে এলেও এর প্রভাব শুধুমাত্র বিহারের উপর পরবে না বরং গোটা দেশের কৃষকদের উপর পরবে।

এক্ষেত্রে আপনার পিএম কিষান অ্যাকাউন্টের পরিস্থিতি যাচাই করার পদ্ধতিটি দেখেনিন।

  • PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ পোর্টালটি খুলুন।
  • এরপর একটু নিচের দিকে গিয়ে “Know Your Status” বিকল্পে ক্লিক করুন।
  • ওই বিকল্পে ক্লিক করার পর একটি নতুন পেজ আসবে, উক্ত পেজে আপনার পিএম কিষানের রেজিস্টেশন আইডি দিয়ে, ক্যাপচা কমপ্লিট করে Get Data বিকল্পে ক্লিক করতে হবে।
  • তারপরেই আপনাকে আপনার পিএম কিষান অ্যাকাউন্টের পরিস্থিতি দেখিয়ে দিবে।

এক্ষেত্রে আপনার কাছে যদি পিএম কিষানের রেজিস্টেশন আইডি না থাকে তাহলে আপনি, Get Data বিকল্পের উপরে দেওয়া Know your registration no বিকল্পে গিয়ে তা জানতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আপনার নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করলেই আপনার পিএম কিষান রেজিস্টেশন আইডি দেখিয়ে দিবে।

তবে যদি এখানে দেখায় যে, আপনার অ্যাকাউন্টে এখনো e-KYC করা হয়নি তাহলে আপনাকে তাঅতি শীঘ্রই করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে, e-KYC অসম্পূর্ণ থাকলে আপনি পিএম কিষানের টাকা পাবেন না।

পিএম কিষানে e-KYC করতে হলে আপনি পিএম কিষান পোর্টাল থেকেই করতে পারবেন। এক্ষেত্রে পিএম কিষান পোর্টালের প্রথম পাতায় দেওয়া e-KYC বকল্পে গিয়ে আপনার আধার নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করে আপনি এটি করতে পারবেন।

পিএম কিষান পোর্টাল ▶ https://pmkisan.gov.in/

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন