স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) আজ অর্থাৎ ৭ই নভেম্বর একটি নিয়োগ বিজপ্তি জারি করেছে। উক্ত বিজ্ঞপ্তিতে সিকিউরিটি ডেপুটি ম্যানেজার এবং সিকিউরিটি ম্যানেজারের এর মোট ৪২ পদে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
এই ৪২ পদের মধ্যে ৮টি সিট এসসি, ২টি সিট এসটি, ১১টি সিট ওবিসি, ৩টি সিট EWS এবং ১৮টি সিট আনরিসার্ভ ক্যাটাগরির প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। উক্ত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিদের জানিয়ে যে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রার্থীকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। এর পাশাপাশি যোগ্যতার দিক থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, ইন্ডিয়ান আর্মি অথবা পুলিশের ৫ বছরের অভিজ্ঞতা যুক্ত প্রার্থীরাই এই চাকরির জন্য আবদেন করতে পারবে। এক্ষেত্রে যোগ্যতার বিষয়টি বিস্তারিত ভাবে জানতে নিচে দোয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা sbi.co.in-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আগামী ২৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবে। এক্ষেত্রে জেনারেল, ওবিসি এবং EWS প্রার্থীদের ৭৫০ টাকা আবদেন ফি দিতে হবে। তবে এসসি, এসটি এবং PwBD প্রার্থীদের কোনো ফি দিতে হবেনা।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন
আবেদনের পোর্টাল ▶ ক্লিক করুন