টেকনোলজির এই দুনিয়াতে কেনাকাটা থেকে শুরু করে ব্যাঙ্কিং এখন সবকিছুতেই প্রয়োজন হয় ইন্টারনেটের। তবে অনেক সময়ই মোবাইল ডেটা শেষ হয়ে যাওয়া কারণে আমরা এই ইন্টারনেটের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পরি। কিন্তু এখন আর ভোডাফোন আইডিয়ার গ্রহকদের মোবাইল ডেটা শেষ হয়ে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না।
Vi তাদের গ্রাহকদের প্রতি মাসে অতিরিক্তি ২ জিবি করে ডেটা দিচ্ছে। Vi গ্রহকদের ডেইলি ডেটা প্যাক শেষ হয়ে গেলে তাদের আরো ১ জিবি অতিরিক্ত ডেটা দেওয়ার সুবিধা দিচ্ছে ভোডাফোন আইডিয়া। আপনি এই সুবিধা এক মাসে ২ বার নিতে পারেন।
আপনার ডেইলি ডেটা প্যাকের মোবাইল ডেটা শেষ হয়ে গেলে আপনাকে ১২১২৪৯ নাম্বারে ফোন করতে হবে। এই নাম্বারে ফোন করে কনফরমেশন দিলেই আপনার মোবাইলে অতিরিক্ত ১ জিবি ডেটা চলে আসবে। এছাড়া আপনি এই অতিরিক্ত ডেটা Vi অ্যাপ থেকেও পেতে পারেন। Vi অ্যাপের রিচার্জ বিভাগের অধীনে “free 1 GB data” বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে অতিরিক্ত ১ জিবি ডেটা চলে আসবে।
7th Pay Commission: সামনে মাস থেকেই বেতন বাড়তে চলেছে কর্মচারীদের! সরকারি কর্মীদের জন্য নতুন সুখবর।
তবে VI অ্যাপে এই অপশানটি তখনি দেখাবে যখন আপনার ডেইলি ডেটা প্যাকের ডেটা ২০০ এমবির কম থাকবে। এবিষয়ে জানিয়েদি যে, Vi এর ডেটা ডিলাইট অফার থেকে পাওয়া অতিরিক্ত ডেটা ওই দিন রাত্রি ১২ টা পর্যন্তই থাকবে। এই সম্পর্কে অতিরিক্তি জানতে আপনি Vi এর কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এপ্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে, এই অতিরিক্ত ডেটা পেতে হলে আপনাকে সবার প্রথমে হিরো আনলিমিটেড প্যাক দিয়ে আপনার মোবাইল নাম্বারটিকে রিচার্জ করতে হবে। VI হিরো আনলিমিটেড প্যাক ২৯৯ টাকা থেকে শুরু হয়। আপনি এই প্যাকে আরো অন্যান্য সুবিধা যেমন হিরো আনলিমিটেড পরিষেবা ও উইকেন্ড ডেটা রোলভারের মতো পরিষেবাও পান।
হিরো আনলিমিটেড পরিষেবার মাধ্যমে আপনি রাত্রি ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতখুশি ডেটা ব্যবহার করতে পারেন ও উইকেন্ড ডেটা রোলভারের মাধ্যমে আপনি আপনার সার সপ্তাহের অতিরিক্ত ডেটাকে শনি-রবিবার ব্যবহার করতে পারেন।