GST Council Meeting: কমানো হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দেখে নিন কোনো কোন জিনিস গুলির দাম কমালো কেন্দ্র।

মূল্যবৃদ্ধির কারণে নাজেহাল ভারত সহ গোটা বিশ্বের সাধারণ মানুষ। অন্যান্য দেশের তুলনায় ভারতের মূল্যবৃদ্ধির হার কম। তবে মূল্যবৃদ্ধির কারণে নাজেহাল হতে হচ্ছে ভারতের মধ্যবিত্ত পরিবারকে। দেশে বর্তমান মূল্যবৃদ্ধির হার প্রায় ৬.৫০ শতাংশে এসে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি কাউন্সিলের সভাতে বেশকিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর সিদ্ধান্ত নিলো।

প্রসঙ্গত গত শনিবার জিএসটি কাউন্সিলের ৪৯ তম সভার আয়োজন করা হয়েছিল। এই সভা থেকে উঠে এসেছে বেশকিছু গুরুত্বপূর্ণ আপডেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সভাতে বেশকিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর লাগা GST করকে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সূত্রে জানা যাচ্ছে নির্মলা সীতারামন তরল গুড়, পেন্সিল সার্পনার, ডেটা লগার, কয়লা উপজাত দ্রব্যএনটিএ দ্বারা পরিচালিত প্রবেশিকা পরীক্ষার ফি এর ওপর লাগু হওয়ার জিএসটি করের পরিমান কমিয়েছেন।

এবিষয়ে জানিয়েদি যে, তরল গুড় এর ওপর লাগু হওয়া ১৮ শতাংশ ট্যাক্সের পরিমাণকে শুন্য করা হয়েছে। তবে যদি এটি প্রি-প্যাকেজ করা হয় তাহলে এর ওপর ৫ শতাংশ জিএসটি লাগবে। এছাড়া পেন্সিল সার্পনারের ওপর লাগু হওয়া ট্যাক্সের পরিমাণকে ১৮ শতাংশ থেকে ১২ শতাংশ করা হয়েছে এবং ডেটা লগার এর ওপর লাগু হওয়া ট্যাক্সের পরিমাণকে ১৮ শতাংশ থেকে শুন্য করা হয়েছে।

GST On Petrol-Diesel: কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের নতুন পদক্ষেপ।

এছাড়াও জিএসটি কাউন্সিলের সভাতে বাজরা ভিত্তিক পণ্য, SUV গাড়ি এবং অনলাইন গেমিং এর ওপরেই আলোচনা হয়েছিল। তবে এবিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা এখনো হয়নি।

এই দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর লাগু হওয়া করের পরিমান যেমন একদিকে কমানো হয়েছে তেমন অন্যদিকে বেশ কয়েকটি জিনিসের ওপর লাগু হওয়া জিএসটির পরিমান বাড়ানোও হয়েছে। জিএসটি কাউন্সিলের সভাতে আদালত সেবা, পান মসলা, গুটখা ও তামাকের ওপর লাগু হওয়া জিএসটির পরিমান বাড়িয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন