হাতে আর মাত্র দুটি দিন তারপরেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। ২৩শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তবে পরীক্ষা শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিলো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন।
প্রসঙ্গত ২১শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানানোর জন্য একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল। এবং এই সাংবাদিক বৈঠক থেকেই জানাগেলো এবছরে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের ব্যাপারে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ২১শে ফেব্রুয়ারি, মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান যে মে মাসের শেষের সপ্তাহে প্রকাশ হতে পারে এবছরের মাধ্যমিকের রেজাল্ট।
এই সাংবাদিক বৈঠকে রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা জানান পরীক্ষার্থীদের। এপ্রসঙ্গে জানিয়েদি যে, ২০২৩ সালে ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ ও ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন।
এই ৭ লক্ষ ছাত্র-ছাত্রী হতে গোনা আর মাত্র ৪৮ ঘন্টার মধ্যে তাদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা দিতে চলেছে। এই পরীক্ষা যেন সুষ্ঠভাবে সম্পূর্ণ হয় তা সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য মাধ্যমিক পরীক্ষার কন্ট্রোলরুম চালু করা হয়েছে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কম পক্ষে ৩ টি সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।