এই মুহূর্তের বড়ো খবর, সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে বাড়তে চলেছে কেন্দ্র সরকারের কর্মচারীদের বেতন। মোদী সরকার ঘোষণা করতে পারে ব্যাপক সুখবর। বেতন বাড়ার আশায় রয়েছে হাজার হাজার সরকারি কর্মচারী। জানুন বিস্তারিত।
সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে বাড়তে পারে সরকারি কর্মচারীদের বেতন। এছাড়া মার্চ মাসে কেন্দ্র সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণাও করতে পারে মোদী সরাকর। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশে হোলির পর সরকারি কর্মীদের বেতন সংশোধনের সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে কেন্দ্র সরকারের কর্মীদের অষ্টম বেতন কমিশন গঠনের জন্য মাত্র ১ বছর বাকি। এবং এই কথাকে মাথায় রেখে কেন্দ্র বেতন বৃদ্ধির পরিকল্পনা করছে। এছাড়াও বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সরকারি কর্মীদের হাউজ রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ-তে বড়োসড়ো সুবিধা আনতে চলছে মোদী সরকার।
প্রসঙ্গত জানিয়ে রাখি যে কেন্দ্র সরকারের কর্মীদের বর্তমান ন্যূনতম মূল বেতন হলো ১৮ হাজার টাকা। এবং এই মূল বেতনেই পরিবর্তন করতে পারে কেন্দ্র। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে ন্যূনতম মূল বেতনকে ২৬ হাজার টাকা করতে চলেছে কেন্দ্র। এছাড়াও জানা যাচ্ছে মোদী সরকার ৪ শতাংশ হারে বাড়াতে পারে কর্মচারীদের ডিএ।
বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে চলে আসা সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করার দাবিও মেনে নিতে পারে কেন্দ্র সরকার। এবিষয়ে কর্মচারীদের দাবি যে, তারা যে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ হারে পান, সেটিকে বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করা হোক।