অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অর্থাৎ AIIMS এর মঙ্গলাগিরি ব্রাঞ্চ থেকে জারি করা হয়েছে নিয়োগের আমন্ত্রণ পত্র। জানা যাচ্ছে যে, সিনিয়র রেসিডেন্টস ও সিনিয়র ডেমোন্সট্রেটরস এর বিভিন্ন পদের মোট ৪৯ টি খালি পদে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করতে চলেছে AIIMS মঙ্গলাগিরি।
AIIMS মঙ্গলাগিরি থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র রেসিডেন্টস ও সিনিয়র ডেমোন্সট্রেটরস এর ২৭ টি বিভাগ মিলিয়ে মোট ৪৯ টি খালি পদে এই নিয়োগ করা হবে। এক্ষেত্রে নির্দিষ্ট বিভাগ এবং বিভাগের খালি পদ সম্পর্কে জানতে আপনি নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পারেন।
AIIMS মঙ্গলাগিরি জানিয়েছে যে, উক্ত পদ গুলিতে সর্বোচ্চ তিন বছরের জন্য নিয়োগ করা হবে। অর্থাৎ এই চাকরিতে পার্মানেন্ট ভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে না। বসয়সীমার দিক থেকে জানানো হয়েছে যে, প্রার্থীর বয়স ৪৫ বছররের মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর, এসসি, এসটি প্রার্থীদের জন্য ৫ বছর এবং PwBD প্রার্থীদের জন্য ১০ থেকে ১৫ বছরের বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা গুলি জানতে ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশনের যোগ্যতার বিভাগটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।
বেতনের দিক থেকে AIIMS মঙ্গলাগিরি জানিয়েছে যে, মেডিকেল পদের মূল বেতন ৬৭,৭০০ টাকা এমন নন-মেডিক্যাল পদের মূল বেতন ৫৬,১০০ টাকা। এর সঙ্গে কর্মচারীদের নির্দিষ্টি পরিমানের অন্যান্য ভাতাও দেওয়া হবে।
এই ৪৯টি পদের ইন্টারভিউ আগামী ১৬ই নভেম্বর ২০২৩ এ নয়া হবে বলে জানিয়েছে AIIMS মঙ্গলাগিরি। এক্ষেত্রে জানিয়ে রাখি যে, এই পদে আবেদন করার জন্য জেনারেল, EWS ও ওবিসি প্রার্থীদের ১৫০০ টাকা এবং এসসি, এসটি পার্থদের ১০০০ টাকার আবেদন ফি দিতে হবে। PwBD প্রার্থীদের এক্ষেত্রে কোনোরকম ফি দিতে হবে না। এই ফি অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া পদ্ধতিতে জমা করতে হবে।