Onion Price: পশ্চিমবঙ্গে ১০০ টাকা ছুঁলো পেঁয়াজের দাম, অন্যদিকে দিল্লিতে মাত্র ২৫ টাকায় পাওয়া যাচ্ছে পেঁয়াজ

Onions cost 100 rupees in West Bengal and only 25 rupees in Delhi

দেখতে না দেখতে গত কিছুদিনের মধ্যেই আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দাম। কয়েকদিন আগের ঠিক যেমন টমেটোর দাম বাজারে ঝড় তুলেছিল ঠিক তেমনি বর্তমানে পেঁয়াজের দামও ঝড় তুলেছে। পুজোর মরসুমের এই কয়েকদিনের মধ্যেই দ্বিগুন থেকে তিনগুন হয়েছে কলকাতা (Kolkata) বাজারের পেঁয়াজের দাম।

অনেকটা এমনি পরিস্থিতি দেশের অন্য রাজ্য ও শহর গুলিতে। কোথাও ৭০ টাকা কোথাও ৮০ আবার কোথাও ১০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে এরই মাঝে কেন্দ্র সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করার জন্য শুরু করেছে নতুন প্রকল্প। পুজোর মরসুমে জনগণকে সাশ্রয়ী মূল্যের মধ্যে পেঁয়াজ উপলব্ধ করানোর জন্য মোদী সরকার নিয়েছে বেশ কিছু পদক্ষেপ।

দিল্লি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, দিল্লিতে ইতিমধ্যেই ২৫ টাকা কেজি পেঁয়াজ উপলব্ধ করাচ্ছে সরকার। জানিয়েদি যে, মোবাইল ভ্যানের মাধ্যমে এই ভর্তুকিযুক্ত পেঁয়াজ উপলব্ধ করানো হচ্ছে। ইতিমধ্যে দিল্লি সহ দিল্লির আশেপাশের ১০০ টি শহরে এই মোবাইল ভ্যানের মাধ্যমে সস্তায় পেঁয়াজ উপলব্ধ করানো হচ্ছে। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এটাও পড়ুন Onion Price: পেঁয়াজ নিয়ে বড় স্বস্তি দিলো সরকার, ২৫ টাকা কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে এখানে

এরই সঙ্গে NCCF গত সপ্তাহ খানেক ধরে শ্রীনগর, জয়পুর, বারাণসী এবং দিল্লি-এনসিআর (Delhi-NCR)-এ Paytm, MagicPin এবং MyStore-এর ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে পেঁয়াজ বিক্রি করছে।

নতুন ফসলের আগমনে বিলম্ব এবং ব্যবসায়ীদের দ্বারা পুরানো ফসল মজুদ করার কারণেই, গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের দাম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় পৌঁছেছে। এই মূল্য বৃদ্বি নিয়ন্ত্রণ করার জন্য NCCF চলতি বছরের জন্য সরকারের বাফার স্টক থেকে ৫ লাখ টন পেঁয়াজ বিক্রি করছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের উপলব্ধতা নিশ্চিত করার জন্যসরকার সম্প্রতি ডিসেম্বরের শেষ পর্যন্ত পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করেছে।

এর সত্ত্বেও সারা দেশে পেঁয়াজের গড় খুচরা দাম বেড়েছে প্রায় ৬০ টাকরা মতো। কলকাতার বেশকিছু বাজারে বর্তমানে ১০০ টাকা কেজি পৌঁছেছে পেঁয়াজের দাম।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন