স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরির দুর্দান্ত সুযোগ। গত ২৭শে অক্টোবর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যোগ্য প্রার্থীদের। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী মতি ৮৫ টি খালি পদে এই নিয়োগটি হতে চলেছে। আসুন জেনেনি এই পদে অপব্দেন করার পদ্ধতি, যোগ্যতা ও বেতন সম্পর্কে।
উক্ত ৮৫টি খালি পদের মধ্যে, ৩৫টি আনরিসার্ভ, ১০টি এসসি, ২২টি এসটি, ১০টি ওবিসি, ৮টি EWS, ১৭টি PwBD এবং ১২ টি পদ ESM শ্রেণীর প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ানের এই পদে শিক্ষাগত জগত নির্ধারিত করা হয়েছে ন্যূনতম ম্যাট্রিকুলেশন পাশ সঙ্গে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমার দিক থেকে জানানো হয়েছে যে, আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি, EWS, PwBD প্রার্থীদের বয়সসীমায় নির্দিষ্ট পরিমানের ছাড় থাকবে। এবিষয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ুন।
বেতনের ক্ষেত্রে জানানো হয়েছে যে, এই পদের জন্য প্রতিমাসে ২৭ হাজার ৭০ টাকা থেকে ৩৫ হাজার ৭০ টাকা প্রদান করা হবে।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৫শে নভেম্বর ২০২৩ এর মধ্যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং EWS প্রার্থীদের ৩০০ টাকা এবং এসসি, এসটি, PwBD এবং ESM প্রার্থীদের ১০০ টাকার আবেদন ফি দিতে হবে।
অফিসিয়াল নোটিফিকেশন ▶ ক্লিক করুন
চারিকতে আবেদন করুন ▶ ক্লিক করুন