LPG Subsidy: আদেও পাচ্ছেন তো LPG গ্যাসের ভর্তুকি? যাচাই করে নিন এই পদ্ধতিতে

Are you getting LPG gas subsidy Check it in this way

কিছুদিন আগেই মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রলয় থেকে LPG গ্যাসের ভর্তুকি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়েছিল। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত সুবিধাভোগীদের ভর্তুকির পরিমান ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল। আপনাদের জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকার গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই ভর্তুকির পরিমাণ স্থানান্তর। এক্ষেত্রে প্রতিবছর মোট ১২ টি ১৪.২ কিলোর সিলিন্ডারে ভর্তুকির অন্তর্গত প্রদান করা হয়।

PAHAL (DBTL) স্কিমের অধীনে, ১০ লক্ষ টাকার কম বাৎসরিক ইনকাম সহ সুবিধাভোগীদের আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় LPG সিলিন্ডার।

আপনি যদি ম্যানুয়ালি চেক করতে চান যে আপনার অ্যাকাউন্টে সঠিক ভাবে ভর্তুকি স্থানান্তরিত হচ্ছে কিনা, তাহলে আপনি তা অনলাইনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আমরা এই পদ্ধতিটিই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই পদ্ধতিতে আপনি IOCL, HP এবং BPCL সংস্থার গ্যাসের ভর্তুকি চেক করতে পারবেন।

  • আপনি LPG গ্যাসের ভর্তুকি পাচ্ছেন কিনা, তা যাচাই করার জন্য আপনাকে সবার প্রথমে https://www.mylpg.in/ পোর্টাল ভিসিট করতে হবে।
  • এরপর উক্ত পোর্টালের ডান দিকে দেওয়া ছকে আপনার ১৭ নম্বরের এলপিজি আইডি দিতে হবে।
  • এক্ষেত্রে আপনার কাছে যদি আপনার ১৭ ডিজিটের এলপিজি আইডি না থাকে তাহলে আপনি ওই পেজেই দেওয়া “Click here to know your LPG ID” বিকল্পে ক্লিক করে তা আপনি পেয়ে যাবেন।
  • এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে উক্ত ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনাকে দেখিদিবে যে, আপনি LPG গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না কি।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন