APSSB recruitment: বিপুল সংখ্যাই নিয়োগ হচ্ছে APSSB তে, অনলাইনে করুন আবেদন

APSSB is recruiting in huge numbers

অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড (APSSB) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (স্টেনোগ্রাফার গ্রেড-III) পদের জন্য আমন্ত্রণ জারি করেছে। আবেদন প্রক্রিয়া আগামী ১৫ নভেম্বর ২০২৩ থেকে শুরু হবে এবং যা চলবে আগামী ১৫ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। আগ্রহীরা প্রার্থীরা তাদের আবেদন জমা দিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে apssb.nic.in-এর মাধ্যমে।

অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড এর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর বিভিন্ন বিভাগের মোট ৯০ টি খালি পদে নিয়োগ করা হবে। উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমত ভারতের বাসিন্দা হতে হবে। অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রার্থীকে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি ধরি হতে হবে। এবং স্টেনোগ্রাফি বিষয়ে ডিপ্লোমা করতে হবে।

উক্ত পদে আবেদন করার বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে রাখা হয়েছে। তবে এক্ষেত্রে APST প্রার্থীদের জন্য বয়সসীমায় পাঁচ বছরের চার রয়েছে।

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জানিয়েদি যে, উক্ত পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার বিষয়ে অতিরিক্ত জানতে ইচ্ছুক প্রার্থীদের নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা apssb.nic.in পোর্টাল থেকে আবেদন করতে পারবে। এক্ষেত্রে জেনারেল শ্রেণীর প্রার্থীদের ২০০ টাকা এবং APST প্রার্থীদের ১৫০ টাকা আবেদন ফি দিতে হবে। এক্ষেত্রে PwD প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

অফিসিয়াল নোটিফিকেশন ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন