সামনেই ধনতেরাসে, আর ধনতেরাসে মানেই মানেই কিছু না কিছু নতুন কেনাকাটা। এক্ষেত্রে দেশজুড়ে ধনতেরাসের সময়েই সবথেকে বেশি বিক্রি হয় সোনা-রুপোর। এবার এই সুযোগেই দেশের প্রধান ফিনটেক সংস্থা PhonePe নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার।
ধনতেরাস এবং দীপাবলি উপলক্ষে ২৪ ক্যারেট সোনা (24K Gold) উপর বিরাট অফার দিচ্ছে PhonePe সংস্থা। এবিষয়ে জানানো হয়েছে যে, ন্যূনতম ১০০০ টাকার ডিজিটাল সোনা কিনলেই তার উপর ৩০০০ টাকা পর্যন্তের গ্যারান্টিড ক্যাশব্যাক দেওয়া হবে।
PhonePe এর তরফ থেকে জানানো হয়েছে যে এই অফারটি PhonePe-এ ব্যবহারকারীরা একবার করে নিতে পারবে। আগামী ৯ই নভেম্বর থেকে ১২ই নভেম্বরের মধ্যে এই অফারটি চলা কালীন ১০০০ টাকার সোনা কিনলে সর্বোচ্চ ৩০০০ হাজার টাকা ক্যাশব্যাক পাবে ব্যাবহাকারীরা।
আসুন জেনেনি এই অফারটি নেওয়ার পদ্ধতিটি।
- সবার প্রথমে আপনাকে আপনার PhonePe অ্যাপের হোমপেজের নিচের দেওয়া ‘Wealth’ বিকল্পে ক্লিক করতে হবে।
- Wealth স্ক্রিনে এসে ‘Gold’ বিকল্পটি বেছে নিতে হবে।
- এরপর “Buy One Time” বিকল্পে ক্লিক করতে হবে।
- এরপর নূনতম ১০০০ টাকার ডিজিটাল গোল্ড কিনতে হবে আপনাকে।
আপনি এই পদ্ধতিতে জিরো মেকিং চার্জ সহ ডিজিটালভাবে ২৪ ক্যারেট সোনা কিনতে পারেন এবং বিনামূল্যে স্টোরেজের জন্য বীমাকৃত ব্যাঙ্ক-গ্রেড গোল্ড লকারে তা সংরক্ষণ করতে পারবেন। আপনি এই সোনা পরে বিক্রিয় করতে পারবেন, এবং তার টাকা ৪৮ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টেও চলে আসবে।
আগামী ৯ই থেকে ১২ই নভেম্বরের মধ্যে এই পদ্ধতিতে ন্যূনতম ১০০০ টাকার ডিজিটাল সোনা কিনলে আপনি সর্বোচ্চ ৩০০০ টাকার ক্যাশব্যাক জিততে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যে, ক্যাশব্যাক এর পরিমান সম্পূর্ণ PhonePe সংস্থাও উপর নির্ভর করবে।