PM Kisan: হোলির আগেই আসবে পিএম কিষাণের টাকা। কৃষকদের জন্য হোলির উপহার নিয়ে আসছে মোদী সরকার।

এই মুহূর্তের বড়ো খবর, সংবাদ সূত্রে জানা যাচ্ছে হোলির আগেই আসাতে পারে পিএম কিষাণের ১৩ তম কিস্তি। চাষী ভাইয়েদের মন জয় করার জন্য পিএম কিষাণের কিস্তি ঘোষণা করতে পারেন মোদী সরকার।

পিএম কিষাণের ১৩ তম কিস্তির অপেক্ষায় থাকা দেশের কোটি কোটি কৃষকদের জন্য হোলির আগেই এক সুখবরের ঘোষণা হতে পারে। বিশেষজ্ঞদের মতে সামনের সপ্তাহে পূর্ণ হতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার চতুর্থ বছর এবং এই উপলক্ষে কেন্দ্র সরকার কৃষকদের পিএম কিষাণের ১৩ তম কিস্তি দিতে পারে।

এছাড়া সামনের মাসে হোলি থাকার করণেও পিএম কিষাণের কিস্তি ঘোষণা সম্ভাবনা বাড়ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এপ্রসঙ্গে জানিয়ে দেওয়া উচিত যে, এর আগেই পিএম কিষাণ যোজনার মাধ্যমে মোদী সরকার দেশের কৃষকদের মোট ১২ বার আর্থিক সুবিধা প্রদান করেছে। পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সরকার প্রত্যেক বছর কৃষকদের মোট তিনবার ২০০০ টাকা করে প্রদান করে। মূলত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে চাষী ভাইয়েরা প্রতিবছর ৬০০০ হাজার টাকা করে পান।

Post Office Scheme: মোদী সরকারে নতুন প্রকল্প। এখন টাকা দ্বিগুণ হবে আরো দ্রুত। এখনই আবেদন করুন!

প্রসঙ্গত ২০২২ সালের অক্টোবর মাসে পিএম কিষাণ যোজনার ১২ নম্বর কিস্তি ঘোষণা করেছিল সরকার। প্রায় ১৬ হাজার কোটি টাকার সুবিধা পেয়েছিলো দেশের কৃষকরা। জানিয়েদি যে বর্তমানে প্রায় ১০ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন। তাই অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এবারে পিএম কিষাণ যোজনার মোট কিস্তি প্রায় ২০ হাজার কোটি টাকার হতে চলেছে।

পিএম কিষাণ যোজনার ১৩ তম কিস্তি অর্থাৎ পরবর্তী কিস্তি আসতে বাকি আছে আর মাত্র কটা দিন। তাই আপনাকে আপনার পিএম কিষাণ যোজনার রেজিস্ট্রেশনের স্টেটাস চেক করে নেওয়া উচিত। কারণ রেজিস্ট্রেশনে কোনো ভুল থাকলে পিএম কিষাণের কিস্তি পেতে সমস্যা হতে পারে। তাছাড়া আপনি যদি এই প্রকল্পে আবেদন করার যোগ্য হন এবং আবেদন করতে চান তাহলে আপনাকে তা অতি শিগ্রহি করে নেওয়া উচিত।

পিএম কিষাণ যোজনার রেজিস্ট্রেশনের স্টেটাস চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম পিএম কিষাণের অফিসিয়াল পোর্টাল https://pmkisan.gov.in এ গিয়ে “FARMERS CORNER” এর অন্তর্গত “Beneficiary Status” এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে গিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেসন করার পরে আপনি আপনার পিএম কিষাণ যোজনার রেজিস্ট্রেশনের স্টেটাস দেখতে পাবেন।

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকার বদলে মিলবে ১০০০ টাকা। মহিলাদের মন জয় করার জন্য বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা।

পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক ব্যাক্তিদের পিএম কিষাণের অফিসিয়াল পোর্টাল https://pmkisan.gov.in এ গিয়ে “FARMERS CORNER” এর অন্তর্গত “New Farmer Registration” এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে এসে সমস্ত তথ্য প্রদান করে আপনি পিএম কিষাণ যোজনায় অন্তর্ভুক্ত হতে পারেন। তবে বর্তমানে এই পদ্ধতিটি সঠিক ভাবে কাজ করছে না।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন