ATM কার্ড ছাড়াই তোলা যাবে টাকা। এটিএম থেকে টাকা তোলার নতুন পদ্ধতিটি দেখে নিন।

এটিএম থেকে টাকা তো অনেকেই তুলেছেন কিন্তু আপনি কি এটিএম কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তুলেছেন। আপনি হয়তো বলবেন এটিএম কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলা সম্ভব নয়। কিন্তু বর্তমানে, আপনি খুব সহজেই ডেবিট অথবা ক্রেডিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারেন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের এই নতুন পদ্ধতিটির ব্যাপারেই জানাতে চলেছি।

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সমস্ত ব্যাংকের কাছে কার্ডলেস এটিএম ইন্টাফেসের প্রস্তাব দিয়েছিলো। এই কার্ডলেস এটিএম ইন্টাফেসের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই ডেবিট অথবা ক্রেডিট কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলার সুবিধা পান। এই সিস্টেমটি মূলত UPI এর ওপর নির্ভর করে কাজ করে।

বর্তমানে এই সুবিধাটি শুধু মাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), HDFC ব্যাঙ্ক, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর ATM এ রয়েছে। তবে কয়েক দিনের মধ্যেই এই সুবিধাটি দেশের অন্যান্য ব্যাংকের ATM এ চলে আসবে।

ATM Card: আপনার ATM কার্ডে রয়েছে ৫ লক্ষ টাকার বীমা। ATM কার্ডের এই সুবিধার ব্যাপারে জানেন না অনেকেই।

কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলার বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন আপনাকে সবসময় আপনার ATM কার্ড বহন করতে হয়না, ATM কার্ড হারিয়ে যাওয়ার সম্বাবনা থাকেনা ইত্যাদি।

আপনি কিভাবে UPI এর মাধ্যমে এটিএম থেকে টাকা তুলবেন তা দেখেনিন।

UPI এর মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাকে সবার প্রথমে এটিএম মেশিনের “Withdraw Cash” অপশনটি বেছে নিতে হবে। তারপর সেখান থেকে আপনাকে UPI অপশনটি বেছে নিতে হবে। UPI অপশনটি বেছে নেওয়ার পরে এটিএমের স্ক্রিনে একটি QR কোড আসবে। ওই QR কোডটেকি আপনার ফোন থেকে যেকোনও UPI অ্যাপ দিয়ে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনি আপনার ইচ্ছা মতো টাকার পরিমান দিয়ে আপনার UPI পিন এন্টার করলেই এটিএম থেকে টাকা চলে আসবে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন