আসন্ন পাঁচ রাজ্যের ভোটের কথা মাথায় রেখে এদিন বিরাট ঘোষণা করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন ৫০০ টাকায় এলপিজি গ্যাস (liquefied petroleum gas) থেকে শুরু করে লক্ষ-লক্ষ টাকার স্বাস্থ্য বীমা সহ আরোও অনেক প্রকল্পের ঘোষণা করলেন অমিত শাহ। আসুন জেনেনি আর কি কি প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ।
বর্তমানে দেশের পাঁচটি রাজ্যের নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহলের একটা বড় অংশ। এবিষয়ে এদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের নির্বাচন কে কেন্দ্র করে ঘোষণা করেন নতুন নতুন জনকল্যাণ মূলক প্রকল্পের।
সবার প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দরিদ্র পরিবারগুলিকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। এর সঙ্গে তিনি আরও জানান যে, বর্তমানে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ইতিমধ্যেই রাজ্যবাসীর ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাচ্ছেন, অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে এবার ১৫ লক্ষ টাকার সুবিধা নিতে পারবে জনগণ।
এর পাশাপাশি তিনি এদিন আরো জানান যে, বিজেপি শাসনে এলে ছত্তিশগড়ের মানুষ ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার নিতে পারবে। এরই সঙ্গে রানি দুর্গাবতী যোজনা নামে একটি নতুন প্রকল্পের নামও ঘোষণা করা হয় আজ। রানি দুর্গাবতী যোজনার অন্তর্গত মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর দেড় লাখ টাকা করে প্রদান করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে চাষীদের জন্যেই বেশকিছু ঘোষণা করেন অমিত শাহ। তিনি জানান যে, ক্ষমতায় এলে কৃষি উন্নয়ন যোজনা শুরু করা হবে, যার অন্তরগত ৩,১০০ টাকায় চাষীদের কাছ থেকে সরকার ধান কিনবে।