Onion Price: বড়সড় সিদ্ধান্ত নিলো মোদী সরকার! ৭০ টাকা প্রতি কেজি পেঁয়াজের দাম বেঁধে দিলো কেন্দ্র

Govt imposes minimum export price of 800 dollar per tonne on onion

ভারতীয় বাজারের বিভিন্ন রাজ্যে আগুন লেগেছে পেঁয়াজের দামে। দিন দশেক আগে যেই পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা ছিল তা বর্তমানে পৌঁছেছে ৭০ থেকে ৮০ টাকা প্রতি কেজি। পেঁয়াজ কিনতে গিয়েও বিপাকে পড়ছে দেশের মধ্যবিত্ত। এমন পরিস্থিতিতে কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ আপডেট।

এবিষয়ে ANI এর একটি প্রতিবেদন অনুসারে কেন্দ্র সরকার দেশীয় বাজারের পেঁয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ করার জন্য পেঁয়াজের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উক্ত প্রতিবেদনে জানানো হয়েছে যে, কেন্দ্রের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড নোটিফিকেশন জারি করে পেঁয়াজের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এবিষয়ে কেন্দ্র পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি টন 800 মার্কিন ডলারের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারিত করেছে। জানিয়েদি যে, এই ন্যূনতম রপ্তানি মূল্য আগামী ৩১ শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কার্যকর হবে। এই হিসাবে দেখেলে কেন্দ্র সরকার রপ্তানির জন্য প্রতিকেজি পেঁয়াজের দাম প্রায় ৭০ টাকা করে বেঁধে দিয়েছে।

মার্কেটের বিশেষজ্ঞদের মতে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত দেশের অভ্যন্তরিন বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। এবিষয়ে গত কয়েকদিন ধরে পেঁয়াজের দামে যে, ওঠানামা চলছিল তাও অনেকটাই নিয়ন্ত্রণ হবে বলে মনে করা হচ্ছে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন