Scooty Scheme: সাইকেল এখন অতীত! ৩৫ হাজার ছাত্র-ছাত্রীকে স্কুটি দেওয়ার ঘোষণা করলো রাজ্য

Assam government to give scooty to 35 thousand students

সাইকেলের দিন এখন অতীত। এখন উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য অপেক্ষা করছে স্কুটি। এবিষয়ে আসাম সরকার ইতিমধ্যেই ৩৫ হাজার ৭৭৫টি স্কুটি ঘোষণা করে দিয়েছে। গুয়াহাটি সূত্রের অনুযায়ী আসাম সরকার বাণীকান্ত কাকাতি পুরস্কার স্কিমের অধীনে এই স্কুটি উচ্চ মাধ্যমিক পাশ মেধাবী পড়ুয়াদের উপহার হিসেবে দিতে চলেছে।

জানা যাচ্ছে যে, আগামী ৩০ শে নভেম্বর রাজ্য সরকার এই উপহার ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিবে। জানিয়ে রাখি যে, এই উপহার শুধুমাত্র আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল বোর্ডের ছাত্র-ছাত্রীরাই পাবে। এবিষয়ে আসামের পর্যটনমন্ত্রী জয়ন্ত মাল্লা বারুয়া জানান যে, এবছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৩৫ হাজার ৭৭৫ মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কুটি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আসামের মন্ত্রিসভা।

এবিষয়ে আরো জানানো হয় যে, ৬০ শতাংশের অধিক নম্বর পাওয়া ৩০ হাজার ২০৯ জন ছাত্রীকে এই স্কিমের অন্তর্গত স্কুটি প্রদান করা হবে। তবে যাতে ছেলেরা অর্থাৎ ছাত্ররা এই উপহার থেকে বঞ্চিত না রয়ে যাই তা নিশ্চিত করতেও আসাম সরকার এবছর একটি আরও বড় সিদ্ধান্ত নিয়েছে।

জানা যাচ্ছে যে, এবছর উচ্চমাধ্যমিকে যে সকল ছাত্ররা ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে তারও এবার একটি স্কুটি উপহার হিসাবে পাবে। এক্ষেত্রে প্রায় ৫ হাজার ৫৬৬ জন ছাত্র এই উপহার পেতে চলেছে।

অন্যদিকে মেধাবী ছাত্র-ছাত্রীদের টাকার উপহারও দেওয়া হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রণালয়। এবিষয়ে জানানো হয়েছে যে, ২৭ হাজার ১৮৩ জন ছাত্র-ছাত্রী যারা ৭৫ শতাংশের বেশি নম্বর অর্জন করেছে তাদের ১৫ হাজার টাকা করে প্রদান করবে রাজ্য সরকার।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন