ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদ নন-টিচিং পদের জন্য আমন্ত্রণ জানিয়েছে চাকরি প্রার্থীদের। গত ২২শে অক্টোবর IIT হায়দ্রাবাদ দ্বারা একটি বিজ্ঞপ্তি জারি করে জনানো হয় যে, গ্রুপ A, গ্রুপ B এবং গ্রুপ C এর বিভিন্ন বিভাগে মোট ৮৯টি নন-টিচিং পদে নিয়োগ করতে চলেছে IIT হায়দ্রাবাদ।
IIT হায়দ্রাবাদ দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই ৮৯ টি খালি পদের মধ্যে পাবলিক রিলেশনস অফিসারের ১টি পদে, টেকনিকাল সুপারিনটেনডেন্ট এর ৪টি পদে, সেকশন অফিসারের ২টি পদে, সেকশন অফিসাজুনিয়র পসিকোলোজিক্যাল কাউন্সেলরের ১টি পদে, এক্সেকিউটিভে অ্যাসিস্ট্যান্ট এর ২টি পদে, ফিজিওথেরাপিস্ট এর ১টি পদে, স্টাফ নার্স এর ৬টি পদে, ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর এর ১টি পদে, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট এর ১টি পদে, জুনিয়র ইঞ্জিনিয়ার এর ২টি পদে নিয়োগ করা হবে।
এর পাশাপাশি, জুনিয়র টেকনিকাল সুপারিনটেনডেন্ট এর ১০টি পদে, একাউন্টেন্ট এর ৯টি পদে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এর ১৭টি পদে, জুনিয়র টেকনিশান এর ২৯টি পদে,জুনিয়র লাইব্রেরি ইনফরমেশন এর ২টি পদে এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র হর্টিকালটুরিস্ট এর ১টি পদেনিয়োগ করছে IIT হায়দ্রাবাদ।
এই পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা নির্দিষ্টি নির্দিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা গুলি জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি পড়তে পারেন। জানিয়েদি এই IIT হায়দ্রাবাদের এই পদ গুলিতে আবেদন করার জন্য ৫০০ টাকা করে আবেদন ফি দিতে হবে। তবে এসসি, এসটি, PWD, EWS এবং মহিলা প্রার্থীদের কোনোরকম ফি দিতে হবে না।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা www.iith.ac.in পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন পক্রিয়া ২২শে অক্টোবর ২০২৩ থেকে ১২ই নভেম্বর ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত চলবে।
অফিসিয়াল নোটিফিকেশন ▶ ক্লিক করুন
অফিসিয়াল পোর্টাল ▶ https://www.iith.ac.in/