Lottery: হাজার কোটি টাকার লটারি জিতার পর একি করলো লোকটি! শুনলেই চমকে যাবেন

The man did this after winning the lottery of thousands of rupees!

কথায় আছে যে, হঠাৎ অর্থের আগমন ব্যক্তির জীবনধারা, আচরণ এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয়। তবে এই কথার সঙ্গে বাস্তবের একটুও মিল পাওয়া গেলোনা এই ঘটনায়। হঠাৎ করেই বড়োলোক হয়ে যাওয়ার সত্ত্বেও, এই ব্যক্তি তার নম্র এবং নিরহংকার জীবনধারাকে ছেড়ে আর এগিয়ে যেতে পারলো না।

এই ঘটনাটি নীল ট্রটার নামের এক ব্রিটিশ ব্যাক্তির, যার ভাগ্য ২০১৪ সালে একবারে বদলে গেইলো। তবে শুধু ভাগ্যটাই বদলেছিলো, জীবনধারই একটুও পরিবর্তন আসেনি এই ব্যাক্তির। ২০১৪ সালে নীল ট্রটার একটি লটারিতে ১০৮ মিলিয়ন পাউন্ড জিতেন যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১০৯৬ কোটি টাকা হয়।

হটাৎ করে এত সম্পত্তির মালিক হওয়ার সত্ত্বেও তিনি তার নম্র এবং নিরহংকার জীবনধারাকে ভুলে যাননি। তিনি জানান যে, এই লোটারিটি কেনার আগেই তিনি ঠিক করে নিয়ে ছিলেন যে, এই অর্থটা তিনি কি ভাবে ব্যবহার করবেন।

তিনি জানান যে, এই বিপুল অর্থ দিয়ে তিনি সবার প্রথমে একটি ৫৫০ একরের জমিতে একটি ব্যক্তিগত বন্যপ্রাণী অভয়ারণ্য তৈরি করেছিলেন। নীল বিলাসিতার জীবন না বেছে নিয়েছিলেন প্রকৃতিকে।

তার সাধারণ জীবধার দেখে অনেকেই তাকে শ্রমিক বা মালী ভেবে গুলিয়ে ফেলেন। তিনি জানান যে, তিনি যখন গাড়ি কিনতে গিয়েছেলন তখন শোরুমের কর্মচারীরা ভেবে ছিল যে ওনার কাছে গাড়ি কেনার পয়সা নেই।

এত ধনও সম্পদ থাকার সত্বেও নীল ট্রটার নম্রতা এবং সরলতা বহু মানুষকে প্রকৃতির সঙ্গে জুরার অনুপ্রেরণা দিচ্ছে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন