কদিন আগেই DA নিয়ে সুখবর পেয়েছিলো কেন্দ্র সরকারের কর্মচারীরা। এবার আরও একটি সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, এবার কেন্দ্রীয় মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের HRA অর্থাৎ House Rent Allowance বা বাড়ি ভাড়া ভাতা বাড়াতে চলেছে।
প্রসঙ্গত কিছুদিন আগেই কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের DA (মহার্ঘ ভাতা) ৪২ শতাংশ থেকে ৪ শতাংশ বাড়িয়ে ৪৬ শতাংশ করার নির্ণয় নিয়েছিল। পুজোর মরসুমে এই সুখবরটি পেয়ে উপকৃত হয়েছে দেশের কোটি কোটি কর্মচারী। এবার আরো একটি সুখবর আসতে পারে বলে জানাচ্ছে দিল্লি সূত্রের খবর।
জানিয়ে রাখি যে, DoPT অনুসারে কর্মচারীদের HRA প্রদান করা হয়। এক্ষেত্রে শহরের শ্রেণী ভেদে ভিন্ন ভিন্ন ভাবে কর্মচারিরা HRA পেয়ে থাকে। বর্তমানে X শ্রেণীর শহরের কর্মচারীরা ২৭ শতাংশ, Y শ্রেণীর শহরের কর্মচারীরা ১৮ শতাংশ এবং Z শ্রেণীর শহরের কর্মচারীরা ৯ শতাংশ হারে HRA পাচ্ছেন। এবং সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এর পরিমান বাড়তে পারে।
সূত্রের অনুযায়ী বর্তমানে যারা ২৭ শতাংশ HRA পাচ্ছেন তাদের HRA এর পরিমান বাড়িয়ে ৩০ শতাংশ করা হবে। পাশাপাশি যারা বর্তমানে ১৮ শতাংশ পাচ্ছেন তারা ২০ শতাংশ এবং যারা ৯ শতাংশ পাচ্ছেন তারা ১০ শতাংশ করে HRA পাবেন।
তবে জানিয়ে রাখি যে, সরকার HRA বৃদ্ধির এই সিদ্ধান্ত খুব সম্ভবত ৫০ শতাংশ পর্যন্ত DA বৃদ্ধি হওয়ার পরেই করবে। এবিষয়ে জানিয়ে রাখি যে, বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ৪৬ শতাংশ হরে DA পাচ্ছেন। অর্থাৎ আর কয়েক মাসের মধ্যে এই সুখবরটি তারা পেতে চলেছেন।