PM Kisan Yojana থেকে এবার পাবেন ৮০০০ টাকা, দীপাবলির আগেই আসবে মোদী সরকারের উপহার

Now you will get 8000 rupees from PM Kisan Yojana

পিএম কিষানের ১৫ তম কিস্তির (PM Kisan Yojana 15th Installment) অপেক্ষার মধ্যেই আসছে একটি দারুন সুখবর। বর্তমানে দেশ জুড়ে কোটি কোটি কৃষক অপেক্ষায় রয়েছেন পিএম কিষানের পরবর্তী কিস্তির। তবে এরই মাঝে নিউ দিল্লি সূত্রের খবর অনুযায়ী যান যাচ্ছে যে, কেন্দ্র সরকার পিএম কিষান যোজনার কিস্তির পরিমান বাড়াতে চলেছে।

এবিষয়ে বিভিন্ন ডিজিটাল সংবাদ পোর্টালের খবর থেকে জানা যাচ্ছে যে, কেন্দ্রের মোদী সরকার পিএম কিষানের ৬০০০ টাকার সুবিধাকে বাড়িয়ে ৮০০০ টাকা করতে চলেছে। জানিয়ে রাখি যে, বর্তমানে পিএম কিষান যোজনার অন্তর্গত দেশের চাষীদের প্রতি বছর মোট ৬০০০ টাকা করে প্রদান করা হয়।

এই ৬০০০ হাজার টাকা মোট ৩ টি কিস্তিতে চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করে কেন্দ্র। তবে বর্তমানে এই সুবিধার পরিমান আরো একটু বাড়িয়ে ৮০০০ টাকা করার পরিকল্পনা করছে কেন্দ্র।

এবিষয়ে বিশেষজ্ঞদের এক অংশের মতে আসন্ন লোকসভা ভোট এবং পাঁচ রাজ্যের বিধানসভা ভোটার উপর নজর রেখে কেন্দ্র সরকার অতি শীঘ্রই একটি সুখবর সোনাতে পারে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে পিএম কিষানের টাকার পরিমান ৮০০০ করা হলে তা ৩ টির পরিবর্তে ৪ টি কিস্তিতে চাষীদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।

অন্যদিকে পিএম কিষানের ১৫ তম কিস্তি আসার সময়ও প্রায় চলেই এসেছে। এবিষয়ে মিডিয়া রিপোর্ট অনুযায়ী খুব সম্ভবত আগামী দিন দশকের মধ্যে পিএম কিষানের ১৫ তম কিস্তি নিয়ে সুখবর দিতে পারে কেন্দ্র সরকার। অনেকেই জানাচ্ছেন যে, দীপাবলির মধ্যেই পিএম কিষানের ১৫ টম কিস্তির ২০০০ টাকা চাষীদের অ্যাকাউন্টে চলে আসবে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন