পুজোর মরসুম মানেই ছুটি আর ছুটি। আর ব্যাংকও এদিক থেকে ব্যাতিক্রম নয়। দূর্গা পুজো দিয়ে শুরু এই পুজোর মরসুম ইতমধ্যেই মাঝের পথে চলে আসছে। শেষ হতে চলেছে অক্টোবর মাস। এবং সামনেই নভেম্বর মাস। কালী পূজা, দীপাবলি, ভাই ফোঁটা, জগদ্ধাত্রী পূজা ইত্যাদি নিয়ে নভেম্বর মাসে অর্ধেকেরও বেশি দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা প্রকাশিত নভেম্বর মাসের ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী এই মাসে গোটা দেশ জুড়ে সব মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এবিষয়ে আগেই জানিয়ে রাখি যে, এই ১৫ দিনের ১৫ দিনই সব ব্যাঙ্ক বন্ধ থাকবে না। এক্ষত্রে রিজার্ভ ব্যাঙ্ক একটি নির্দিষ্ট এলাকা অথবা রাজ্যের উৎসবের উপর নির্ভর করে ছুটি ঘোষণা করে।
- কন্নড় রাজ্যসভা/কুট/কারভা চৌথ: পয়লা নভেম্বর
- রবিবার: ৫ই নভেম্বর
- ওয়ানগালা উত্সব: ১০ই নভেম্বর
- দ্বিতীয় শনিবার: ১১ই নভেম্বর
- রবিবার: ১২ ই নভেম্বর
- গোবর্ধন পূজা/লক্ষ্মী পূজা/দীপাবলি: ১৩ই নভেম্বর
- দীপাবলি/বিক্রম সম্বন্ত নববর্ষের দিন/লক্ষ্মীপূজা: ১৪ই নভেম্বর
- ভাই ফোঁটা/ভ্রাত্রিদ্বিতিয়া: ১৫ই নভেম্বর
- রবিবার: ১৯শে নভেম্বর
- ছট পূজা: ২০শে নভেম্বর
- সেং কুটস্নেম/এগাস-বাগওয়াল: ২৩শে নভেম্বর
- চতুর্থ শনিবার: ২৫শে নভেম্বর
- রবিবার: ২৬শে নভেম্বর
- গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা/রাস পূর্ণিমা: ২৭শে নভেম্বর
- কনকদাস জয়ন্তী: ৩০শে নভেম্বর
আবারো জানিয়ে রাখি যে, এই ছুটির দিন গুলিতে দেশের সমস্ত রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবেনা। রাজ্য ও এলাকা ভেদে কোথাও ছুটি থাকবে আবার কোথাও ছুটি থাকবে না। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে শুধুমাত্র ৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এগুলি হলো ৫, ১১, ১৯, ২৫, ২৬ এবং ২৭শে নভেম্বর।
তাই সামনের মাসে ব্যাংকে কোনো জরুরি কাজ থাকলে তা, এই ছুটির দিন গুলিকে মাথায় রেখে পরিকল্পনা করবেন। নাহোলেই বিরাট সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।