পিএম কিষানের ১৫ তম কিস্তির অপেক্ষা প্রায় শেষের দিকেই চলে এসেছে। এবিষয়ে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী যান যাচ্ছে যে, আগামী দিন দশেকের মধ্যেই পিএম কিষানের পরবর্তী কিস্তির টাকা চাষীদের অ্যাকাউন্টে চলে আসবে। তবে এই মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে, কেন্দ্র সরকার লক্ষ লক্ষ পিএম কিষান অ্যাকাউন্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
এমন পরিস্থিতে আপনার নামটি পিএম কিষানের ১৫ তম কিস্তির তালিকা রয়েছে কিনা তা জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আর আজকের এই প্রতিবেদনে আমার এই পদ্ধতিটিই জানতে চলেছি।
প্রসঙ্গত বেশকিছু কারণের জন্য মোদী সরকার কয়েকদিন আগে লক্ষ-লক্ষ পিএম কিষান অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিলো। এবিষয়ে অতিরিক্ত জানতে আপনি নিচের প্রতিবেদনটি পড়তে পারেন। তাছাড়া বর্তমানে অনেকের পিএম কিষান অ্যাকাউন্টে বিভিন্ন ধরণের ভুল থাকার কারণেও তাদের নাম পিএম কিষানের ১৫ তম কিস্তির তালিকা থেকে ব্যাড পড়েছে।
তাই আপনার নামটি পিএম কিষানের তালিকায় রয়েছে না কি, তা একবার যাচাই করে নিন। এক্ষেত্রে পিএম কিষানের তালিকায় আপনার নাম রয়েছে না কি তা জানার জন্য আপনাকে সবার প্রথমে পিএম কিষানের অফিসিয়াল পোর্টাল https://www.pmkisan.gov.in/ ওয়েবসাইট ভিসিট করতে হবে।
এরপর FARMERS CORNER বিভাগে দেওয়া Beneficiary List বিকল্পে ক্লিক করতে হবে। এবার আপনার মোবাইল স্ক্রিনে দেওয়া ফর্মে আপনার State (রাজ্য), District (জেলা), Sub-District (উপজেলা), Block (ব্লক) এবং Village (গ্রাম) বেছে নিতে হবে।
এরপর আপনার মোবাইল স্ক্রিনে আপনার গ্রামের সকল পিএম কিষানের সুবিধাভোগীর নামের তালিকা চলে আসবে। এক্ষেত্রে উক্ত তালিকায় আপনার নাম থাকলেই আপনি পিএম কিষানের ১৫ তম কিস্তির ২০০০ টাকা পাবেন।
অন্যদিকে যদি উক্ত তালিকায় আপনার নাম না থাকে তাহলে আপনি পিএম কিষান হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।
- পিএম কিষান ওয়েবসাইট ▶ ক্লিক করুন
- পিএম কিষান হেল্পলাইন নম্বর ▶ 155261 অথবা 011-24300606