DA Hike: ৪ শতাংশ Dearness Allowance বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, অবশেষে বাড়লো সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা

৪ শতাংশ Dearness Allowance বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, অবশেষে বাড়লো সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা

দিন চারেক আগেই এসেছিলো কেন্দ্র সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) খবর। এবার সুখবর শোনালো এই রাজ্যের সরকার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আবার ৪ শতাংশ বাড়ানো হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের Dearness Allowance অর্থাৎ মহার্ঘ ভাতা।

তবে এই DA বৃদ্ধির সুখবর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য নয়। তাহলে কোন রাজ্যে বাড়লো DA? কতটাই বা DA পাচ্ছেন এখন তারা? জানবো আজকের এই প্রতিবেদনে।

আজ অর্থাৎ বৃহস্পতিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর তাদের রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছেন। তিনি বলেছিলেন যে কেন্দ্র সরকারী কর্মচারীদের জন্য ডিএ ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে। এক্ষেত্রে এটাও জানানো হয় যে, এই ৪৬ শতাংশ ডিএ কর্মচারিদের পয়লা জুলাই ২০২৩ এর বেতনের উপর থেকে লাগু হবে।

দীপাবলির উৎসবের আগেই, মুখ্যমন্ত্রীর ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা হরিয়ানা রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ কর্মচারীর কাছে একটি দুর্দান্ত উপহার হিসেবে দেখছে হরিয়ানা সরকার। এদিন মনোহর লাল খট্টর তার সরকারের নয় বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে মিডিয়াকে একটি ভাষণ দেওয়ার সময়ই এই ঘোষনাটি করেন।

এখন থেকে কেন্দ্রের কর্মচারীদের মতনই ৪৬ শতাংশ করে ডিএ পাবে হরিয়ানার সরকারি কর্মচারীরা। জানিয়েদি যে, গত নবমীর দিন কেন্দ্র সরকারও তাদের কর্মচারীদের ডিএ ৪২ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল।

অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এখনো ৬ শতাংশেই আটকে রয়েছে। লক্ষ-লক্ষ সরকারি কর্মচারী অপেক্ষায় রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন