এখনই সেরে রাখুন এই কাজ গুলি! এই দিনে আসছে PM Kisan এর ১৫ তম কিস্তি

Do these things before the 15th installment of PM Kisan comes

গত ২৭ জুলাই এসেছিল পিএম কিষানের শেষ অর্থাৎ ১৪ তম কিস্তি। বর্তমানে দেশের প্রায় ৮ থেকে ১০ কোটি কৃষক অপেক্ষা করছেন PM Kisan এর ১৫ তম কিস্তির। এবিষয়ে ইতিমধ্যে ডিজিটাল মিডিয়ায় আসতে শুরু করেছে পিএম কিষানের ১৫ তম কিস্তির আপডেট।

আসুন জেনেনি যে, কবে পিএম কিষানের পরবর্তী কিস্তি চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে? এবং পরবর্তী কিস্তি আসার আগে কি কি করতে হবে?

পিএম কিষানের ১৫ তম কিস্তির দিন-ক্ষণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন ধরণের জল্পনা। দিল্লি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই পিএম কিষানের ২০০০ টাকা চাষীদের শীঘ্রই অ্যাকাউন্টে স্থানান্তরিত করতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিষয়ে বেশকিছু ডিজিটাল মিডিয়া প্লার্টফর্ম অনুযায়ী আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই আসতে পারে পিএম কিষানের টাকা।

অনেকের মতে এই দীপাবলির শুভ মুহূর্তে চাষীদের অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা পাঠনো হবে। জানিয়েদি যে, গত বছরও পুজোর মরসুমেই পিএম কিষানের তৃতীয় কিস্তি এসেছিলো। এবছরও হয়তো তেমনি কিছু প্ল্যান করছে মোদী সরকার।

তবে পিএম কিষানের পরবর্তী কিস্তি আসার আগে বেশকিছু কাজ আপনাকে সেরে রাখতে হবে। নহলেই বিরাট সমস্যায় পড়তে পারেন। এক্ষত্রে যে দুটি কাজ আপনাকে সেরে রাখতে হবে সেগুলি হলো প্রথমত আপনার পিএম কিষান অ্যাকাউন্টের স্টেটাস চেক করা আর দ্বিতীয়ত E-KYC করা। আপনি এই দুটি কাজ সরাসরি আপনার মোবাইল থেকেই করতে পারবেন।

প্রথমত আপনার পিএম কিষান অ্যাকাউন্টের স্টেটাস চেক করার জন্য আপনাকে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট (pmkisan.gov.in) এ যেতে হবে। এরপর KNOW YOUR STATUS বিকল্পে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টেশন নম্বর ও ক্যাপচা পূরণ করলেই আপনার পিএম কিষান অ্যাকাউন্টের স্টেটাস দেখিয়ে দিবে।

দ্বিতীয়ত E-KYC করার জন্য পিএম কিষানের অফিসিয়াল পোর্টালে দেওয়া E-KYC বিকল্পে গিয়ে করতে পারবেন।

পিএম কিষানের অফিসিয়াল পোর্টাল ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন