PM Kisan এর ১৫ তম কিস্তি নিয়ে আসছে বড়সড় আপডেট, লক্ষ লক্ষ অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে

Millions of PM Kisan's accounts will be withdrawn

বর্তমানে গোটা দেশ জুড়ে কোটি কোটি চাষী অপেক্ষা করছেন পিএম কিষানের (PM Kisan Samman Nidhi) ১৫ তম কিস্তির। এক্ষেত্রে আপনিও যদি পিএম কিষানের পরবর্তী কিস্তির ২০০০ টাকার অপেক্ষায় থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি অতি গুরুত্বপূর্ণ খবর। দিল্লি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, লক্ষ লক্ষ অ্যাকাউন্ট টাকা ফেরত নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

আসুন জেনেনি কেন এই টাকা ফেরত নেওয়া হবে? এবং কাদের কাছ থেকে এই টাকা ফেরত নেওয়া হবে?

কেন পিএম কিষানের টাকা ফেরত নেওয়া হবে তা জানার আগে জেনে নেওয়া যাক যে, আসলেই এই প্রকল্পটি কাদের জন্য। এবিষয়ে পিএম কিষানের নিয়ম অনুযায়ী এই প্রকল্পটি শুধু মাত্র ভূমি যুক্ত চাষীদের জন্য। এবং এই প্রকল্প থেকে কোনো সরকারি কর্মরত ব্যক্তি, নেতা মন্ত্রী অথবা তাদের পরিবারের কেউ সুবিধা নিতে পারবেনা।

তবে গত কয়েক মাস ধরেই কেন্দ্র সরকারে নজরে এমন অনেক অবৈধ পিএম কিষান অ্যাকাউন্ট এসেছে যেগুলি এই প্রকল্প থেকে অসৎ ভাবে সুবিধা নিচ্ছিলো। এবং বর্তমানে কেন্দ্র সরকার এই অ্যাকাউন্ট গুলির বিরুদ্ধেই পদক্ষেপ নিতে চলেছে।

এবিষয়ে মোদী সরকার পিএম কিষান কিস্তি পুনরুদ্ধার অভিযান শুরু করেছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এ ধরনের কোনো কৃষক টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।

যারা জানেন না তাদেরকে জানিয়েদি যে, কেডির সরকার পিএম কিষান প্রকল্পের অন্তর্গত প্রতি বছর চাষীদের ৬০০০ টাকা করে প্রদান করে। এই ৬০০০ টাকা মূলত ৩ টি কিস্তিতে ২০০০ টাকা করে চাষীদের অ্যাকাউন্টে পাঠানো হয়। এবং এখন পর্যন্ত মোট ১৪ টি এই ধরণের কিস্তি পেয়েছে দেশের চাষীরা।

এবছর এখন পর্যন্ত এমন ২ টি কিস্তি চাষীদের অ্যাকাউন্টে চলে এসেছে এবং বর্তমানে দেশের প্রায় ১০ কোটি চাষী পিএম কিষানের ১৫ তম কিস্তির অপেক্ষা করছে। এক্ষেত্রে আপনি যদি একজন যোগ্য চাষী হন এবং এখনো পিএম কিষানে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য এটা একটি দারুন সুযোগ। এখনই পিএম কিষান পোর্টাল থেকে আপনার নাম নথিভুক্ত করে নিন।

কেননা মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী মাস খানেকের মধ্যেই পিএম কিষানের ১৫ তম কিস্তি আসতে চলেছে। এছাড়া আসন্ন লোকসভা ভোটার কারণে হয়তো পিএম কিষানের সুবিধাও বাড়াতে পারে সরকার।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন