Dearness Allowance: পুজো শেষ হতে না হতে এলো সুখবর, বাড়লো সরকারি কর্মচারীদের DA

DA increased by 4 percent for government employees

আনন্দ ফুর্তির সঙ্গে শেষ হয়ে গেলো এবছরের দূর্গা পূজা। বিদায় বেলাতে সরকারি কর্মচারীদের দুর্দান্ত উপহার দিয়ে গেলেন মা দূর্গা। দিল্লি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, শেষ মেস বাড়লো কেন্দ্রীয় কর্মচারীদের Dearness Allowance অর্থাৎ মহার্ঘ ভাতা।

প্রসঙ্গত গত কয়েক সপ্তাহ থেকেই কেন্দ্রীয় কর্মচারীদের DA বৃদ্ধি নিয়ে আসছিলো বিভিন্ন ধরণের আপডেট। কোথাও বলা হচ্ছিলো সরকারি কর্মচারীদের ডিএ ৪২ থেকে বেড়ে ৪৫ শতাংশ হবে আবার কোথাও বলা হচ্ছিলো ৪২ থেকে বেড়ে ৪৬ শতাংশ হবে।

তবে এবার পুজোয় উঠে এল স্পষ্ট তথ্য, কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের জন্য ৩ এর পরিবর্তে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এখন কেন্দ্রীয় কর্মচারীরা ৪২ শতাংশের পরিবর্তে ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছে।

অন্তত এমনটাই জানা গেছে কেন্দ্রের রেলওয়ে বোর্ড এর আপডেট থেকে। এবিষয়ে ২৩ শে অক্টোবর অর্থাৎ নবমীর দিন রেলওয়ে বোর্ড সর্বভারতীয় রেলওয়ে এবং উৎপাদন ইউনিটের জেনারেল ম্যানেজার এবং প্রধান প্রশাসনিক আধিকারিকদের একটি লিখিত যোগাযোগ পত্র প্রকাশ করেছিল। এবং উক্ত পত্র থেকেই উঠে আসে এই আপডেট।

উক্ত পত্র থেকে জানা যাই যে, পয়লা জুলাই ২০২৩ এর বেতন থেকে এই নতুন মহার্ঘ ভাতা লাগু হবে। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় ১৫ হাজার কোটি টাকার বোনাস (যার একটা বড় অংশ এই অতিরিক্ত ৪ শতাংশ ডিএ প্রদান করার জন্য ব্যবহার করা হবে) কেন্দ্রীয় কর্মচার্রীদের জন্য বরাদ্দ করেছে।

এক্ষেত্রে পুজোর মরসুমে ডিএ বৃদ্ধির এই সুখবর পেয়ে কেন্দ্রীয় কর্মচারীরা অনেকটাই লাভবান হয়েছে। তবে এরই মধ্যেই অনেকেই বর্তমানে ২০২০-২১ এর বকেয়া ডিএ নিয়ে দাবি রাখছে সরকারের কাছে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন