SSB SI Job: সাব ইনস্পেক্টর পদে চাকরির দারুন সুযোগ, সশস্ত্র সীমা বলে খালি ১১১ টি পদ

Recruitment for 111 posts of SSB SI post

সাব ইনস্পেক্টর এর বিপুল সংখক খালি পদে নিয়োগ করতে চলেছে সশস্ত্র সীমা বল। সব মিলিয়ে মোট ১১১ টি সাব ইনস্পেক্টর এর পদে নিয়োগ করা হবে। আসুন জেনেনি সাব ইনস্পেক্টরের পদ গুলিতে আবেদন করার যোগ্যতা, বেতন এবং পদ্ধতি সম্পর্কে।

সশস্ত্র সীমা বল দ্বারা জারি করা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, সাব ইনস্পেক্টরের মোট চারটি শ্রেণীতে নিয়োগ করা হবে। এগুলি হলো, পাওনিয়ার, ড্রাউটসম্যান, কমিউনিকেশন এবং মহিলা স্টাফ নার্স। এর মধ্যে পাওনিয়ার পদে ২০ টি, ড্রাউটসম্যান পদে ৩টি, কমিউনিকেশন পদে ৫৯ টি এবং মহিলা স্টাফ নার্স পদে ২৯ টি শূন্য পদ রয়েছে।

এই ১১১ টি শূন্য পদের মধ্যে নির্দিষ্ট নির্দিষ্ট পরিমানে EWS, এসটি, এসসি, ওবিসি প্রার্থীদের জন্য সিট বরাদ্দ করা হয়েছে। তার পাশাপাশি ১০ শতাংশ খালি পদ এক্স-সার্ভিস ম্যান দের জন্যেই বরাদ্দ করা হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

উক্ত সাব ইনস্পেক্টরের পদ গুলিতে আবেদন করার যোগ্যতা সম্পর্কে বললে, পাওনিয়া পদে আবেদন করার জন্য পার্থীকে ন্যূনতম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা ডিপ্লোমা করতে হবে। ড্রাউটসম্যান পদের জন্য পার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে।

কমিউনিকেশন পদের জন্য পার্থীকে ন্যূনতম ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বিটেক হতে হবে। অন্যদিকে মহিলা স্টাফ নার্স পদে আবেদন করার জন্য পার্থীকে সাইন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

পাওনিয়ার, ড্রাউটসম্যান, কমিউনিকেশন পদে অবেদন করার জন্য পার্থির বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এবং মহিলা স্টাফ নার্স পদের জন্য ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। উক্ত পদ গুলির জন্য সশস্ত্র সীমা বল ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকার বেতন নির্ধারিত করেছে।

এই পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক পার্থীদের সশস্ত্র সীমা বলের অফিসিয়াল পোর্টালের ক্যারিয়ার বিভাগে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই নিয়োগ সম্পর্কে অতিরিক্ত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন