West Bengal: বাজি-পটকা নিয়ে বিরাট সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার, এবার থেকে বদলে যাচ্ছে দীপাবলি

state government took a big decision about crackers

জাঁকজমক ভাবে শেষ হয়েছে এবারের দূর্গা পূজা। কৈলাসে ফিরেছেন উমা, এখন অপেক্ষা শ্যামার। হাতে আর মাত্র দিন ১৫ সময় আছে। তার পরেই শুরু হয়ে যাবে দেশের সবথেকে বড়ো উৎসব দীপাবলি। আর দীপাবলি মানেই আলো, প্রদীপ আর বাজি। তবে গত কয়েক বছর ধরেই পরিবেশের উপর নজর রেখে বাজি-পটকার উপর লেগেছে নানান ধরণের নিষেধাজ্ঞা।

এবছরও পুজোর মরসুম শুরু হতে না হতে বাজি নিয়ে সৃষ্টি হয়েছে নানান ধরণের জল্পনা। ইতিমধ্যে বিভিন্ন রাজ্য সরকার তাদের রাজ্যের জন্যে জারি করেছে বাজি-পটকা, আতশবাজি নিয়ে নানান ধরণের নিয়ম। আদালতের তরফেও জানানো হয়েছে আবার দীপাবলিতে শুধুমাত্র সবুজ বাজি-পটকা ফাটানো যাবে।

এবিষয়ে পশ্চিমবঙ্গ সরকারও ইতিমধ্যে জারি করেছে এবছরের বাজি-পটকা ফাটানোর নিয়ম। জানা যাচ্ছে যে, এবছর বাজি-পটকা ফাটানোর নিয়মে একটু ঢিল দিয়েছে রাজ্য সরকার। গত বছরের তুলনায় বাজির শব্দের সীমা অনেকটাই বাড়িয়েছে রাজ্য সরকার।

এবিষয়ে মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, গত বছর বাজির শব্দে যে ৯০ ডেসিবেলের নিষেধাজ্ঞা লাগু করা হয়েছিল তা কটু ঢিল দিয়ে এবছর ১২৫ ডেসিবেল করা হয়েছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পেছনের কারণ জানানো হচ্ছে যে, এবছর আদালত থেকে বাজির শব্দ নিয়ে কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এবছর শুধু বলা হয়েছে যে, সবুজ বাজি ফাটাতে হবে। এবং পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্য সরকারের নিয়মের সঙ্গে তালমিলিয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন