এই ৫টি ব্যাঙ্কের গ্রহকদের মাথায় হাত, RBI এর নির্দেশ অনুযায়ী আর টাকা তুলতে পারবেন না গ্রহকরা।

সাধারণ মানুষের কাছে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার অন্যতম উপায় হলো ব্যাঙ্ক। স্টক মার্কেট ও সোনাদনার ওপরে ঝুঁকি থাকার কারণে বেশিরভাগ মানুষই তাদের পরিশ্রমের টাকা সুরক্ষিত ভাবে ব্যাংকে জমা রাখেন। কিন্তু তখন কি করবেন যখন আপনি আপনার ব্যাঙ্ক থেকে আপনার টাকায় তুলতে পারবেন না। সম্প্রতি এমনি একটা ঘটনা হয়েছে দেশের ৫টি সমবায় ব্যাঙ্কের গ্রহকদের সাথে।

প্রসঙ্গত দেশের ৫টি সমবায় ব্যাঙ্কের আর্থিক অবস্থার অবনতির কারণে RBI টাকা তোলা সহ আরো বেশকিছু বিষয়ে বিধিনিষেধ লাগিয়েছে। এই ব্যাঙ্ক গুলির মধ্যে লখনউ এর এইচসিবিএল কো-অপারেটিভ ব্যাঙ্ক, মহারাষ্ট্র এর আদর্শ মহিলা নগরী সহকারি ব্যাঙ্ক এবং কর্ণাটকের শিমশা সহকারি ব্যাঙ্ক এর গ্রহকরা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না।

ATM Card: আপনার ATM কার্ডে রয়েছে ৫ লক্ষ টাকার বীমা। ATM কার্ডের এই সুবিধার ব্যাপারে জানেন না অনেকেই।

এই ৩টি ব্যাঙ্ক ছাড়া বাকি দুটি ব্যাঙ্ক অন্ধ্রপ্রদেশের উরাভাকোন্ডা কো-অপারেটিভ টাউন ব্যাঙ্ক এবং মহারাষ্ট্র এর শঙ্কররাও মোহিতে পাটিল সহকারী ব্যাঙ্ক থেকে গ্রাহকরা ৫০০০ হাজার টাকা করে তুলতে পারবে।

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে এই বিধিনিষেধ গুলি আগামী ৬ মাস পর্যন্ত থাকবে। এছাড়া এই বিধিনিষেধ গুলির কারণে এই পাঁচটি ব্যাঙ্ক RBI এর অনুমতি ছাড়া ঋণ দেওয়া, বিনিয়োগ করা, দায়বদ্ধতা বহন করা ও টাকা লেনদেন করার মতো কাজ গুলি করতে পারবে না।

Post Office Business Idea: পোস্ট অফিসের মাধ্যমে আয় করুন হাজার হাজার টাকা। ভারতীয় পোস্ট অফিস নিয়ে এল দারুন সুযোগ।

তবে এবিষয়ে RBI গ্রহকদের বাঁচানোর জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা ঘোষণা করেছে। এই ৫টি ব্যাঙ্কের গ্রাহকরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ফিরত পেয়ে যাবে বলে জানিয়েছে ভারতীয় রিসার্ভ ব্যাঙ্ক। এবিষয়ে জানিয়ে রাখা দরকার যে যদি কোনো ব্যাক্তির অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার কম থাকে তাহলে সেই ব্যাক্তি তার সব টাকা ফিরত পেয়ে যাবে। কিন্তু কোনো ব্যাক্তির অ্যাকাউন্টে যদি ৫ লক্ষ টাকার বেশি যেমন ৭ লক্ষ টাকা থাকলে সেই ব্যাক্তি শুধুমাত্র তার ৫ লক্ষ টাকায় ফেরত পাবে।

এই ধরেন আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রূপে যুক্ত হন।

🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👉🔥 যুক্ত হন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন