আপনার নামে অন্য কেউ সিম ব্যবহার করছে নাতো। সতর্ক না থাকলেই হতে পারে জেল।

সম্প্রতি দেশে এমন অনেক ঘটনা দেখা গিয়েছে যেখানে প্রতারণাকারীরা কোনো নির্দোষ ব্যাক্তির নামে সিম কার্ড নিয়ে সাধারণ ব্যাক্তিদের প্রতারণা করছে এবং ফেঁসে যাচ্ছে নির্দোষ ব্যাক্তিরা। এবিষয়ে সতর্ক না থাকলে আপনার সঙ্গেও হতে পারে এমন।

প্রতারণকারীরা মূলত আপনার আধার কার্ডের মাধ্যমে আপনার নামে সিম কার্ড নিয়ে সাধারণ ব্যাক্তিদের প্রতারণা করে যার ফলে কোনো পুলিশ কেস হলে প্রতারণকারীরা বেঁচে যায় এবং আপনি ফেঁসে যান।

এই ধরণের প্রতারণা থেকে বাঁচতে হলে, আপনাকে আপনার আধার কার্ড সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা আধার কার্ড কে মাস্কড করে ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। আপনি খুব সহজেই আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার আধার কার্ড কে মাস্ক করে নিতে পারেন।

Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কর্ডের অর্থসাহায্য বাড়ালো রাজ্য। এখন স্বাস্থ্যসাথী কর্ডে মিলবে ৫ গুণ টাকা।

তবে কোনো প্রতারক আপনার নামে ইতিমধ্যেই সিম কার্ড ব্যবহার করছে নাকি তা আপনি কিভাবে জানবেন?

এই ধরণের প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সরকার একটি ওয়েব পোর্টাল তৈরী করেছে। আপনি এই পোর্টাল থেকে আপনার নামে ব্যাবহৃত হওয়া সকল ফোন নাম্বার গুলি দেখতে পারবেন ও অপরিচিত নাম্বার গুলিকে বন্ধও করতে পারেবেন।

GST Council Meeting: কমানো হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দেখে নিন কোনো কোন জিনিস গুলির দাম কমালো কেন্দ্র।

আপনার নাম ব্যাবহৃত হওয়া সকল ফোন নাম্বার গুলি দেখার জন্য আপনাকে https://tafcop.dgtelecom.gov.in/ এ গিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করলেই আপনি আপনার নামে রেজিস্টার হওয়া সকল নাম্বার গুলি দেখতে পেয়ে যাবেন। এখানে আপনি যদি কোনো অপরিচত নাম্বার দেখতে পান তাহলে আপনি সেই নাম্বারটিকে সিলেক্ট করে “This is not my number” এ ক্লিক করে সেই নাম্বার টিকে বন্ধ করতে পারেন।

এই ধরেন আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রূপে যুক্ত হন।

🔥আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
🔥আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👉🔥 যুক্ত হন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন