সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি নিয়ে দাবি চলে আসছে কয়েক মাস ধরেই। এই প্রসঙ্গে বিধানসভা বাজেট পেশের দিন রাজ্য সরকার, সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করে। তারপর গত ২৪শে ফেব্রুয়ারি, শুক্রবার রাজ্য সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানাই যে ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। বর্তমানে এই বিজ্ঞপ্তিকে ঘিরেই সৃষ্টি হয়েছে নতুন বিভ্রান্তি।
২৪শে ফেব্রুয়ারি, শুক্রবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানাই যে আগামী ১লা মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিয়ারনেস এলায়েন্স পাবে রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে আন্দোলনকারীরা বলছে যে ওই বিজ্ঞপ্তিতে ৬ শতাংশ DA বৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ তারা ১লা মার্চ থেকে ৯ শতাংশ হরে DA পেতে চলেছে।
এপ্রসঙ্গে জানিয়েদি যে, এতদিন রাজ্যের সরকারি কর্মচারীরা ৩ শতাংশ হরে DA পেত, যা বর্তমানে তাদের দাবি অনুযায়ী ৬ শতাংশ DA বৃদ্ধির পর ৯ শতাংশ হয়।
তবে এবিষয়ে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী ১লা মার্চ থেকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ৬ শতাংশ হরে DA পাবেন। যা এতদিন ধরে চলে আসা ৩ শতাংশ DA ও ১৫ই ফেব্রুয়ারি বিধানসভা বাজেট পেশের দিন ঘোষণা করা ৩ শতাংশ DA বৃদ্ধি নিয়ে ৬ শতাংশ হয়।
তবে সরকারি কর্মচারীরা এটা মেনেনিতে রাজি হননি তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে, তারা সরকারের কাছে ৬ শতাংশ DA বৃদ্ধি অর্থাৎ ৯ শতাংশ হরে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য দাবি রাখেব। এদিন যৌথ মঞ্চের আহ্বায়র ভাস্কর ঘোষ বলেন যে তারা এবিষয়ে সরকারকে চিঠি লিখতে চলেছেন।
এই ধরেন আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রূপে যুক্ত হন।