March New Rules: পয়লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি, সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে।

পয়লা মার্চ 2023 থেকে বদলাতে চলেছে এই গুরুত্বপূর্ন নিয়মগুলি, যা সরাসরি প্রভাব ফেলবে আমার আপনার পকেটে। আজ্ঞে হ্যাঁ, আগামী বুধবার থেকে পরিবর্তন হচ্ছে এই বড়ো নিয়মগুলি, যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলতে চলেছে। এক্ষুনি জেনে নিন কোন কোন নিয়ম 1লা মার্চ থেকে বদলাতে চলেছে।

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) রেপো রেট বাড়িয়েছে। যার কারণে অনেক ব্যাঙ্ক তাদের এমসিএলআর রেট (MCLR RATE) বৃদ্ধি করেছে। যা সরাসরি ঋণ ও ইএমআই (Loan and EMI) এর ওপর প্রভাব ফেলবে। ফলে সুদের হার (Loan Interest Rate) বাড়তে পারে। সাথে EMI এর বোঝা জনসাধারণকে বিরক্ত করতে পারে। ব্যাংকের নির্ধারিত এই নতুন হার ১লা মার্চ থেকে কার্যকর হতে চলেছে।

হোয়াটস্যাপ গ্রুপ👉যুক্ত হন
টেলিগ্রাম চ্যানেল👉যুক্ত হন

মার্চ মাসে পুরো 12 দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

আরবিআই দ্বারা প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে, 2023 সালের মার্চ মাসে 12 দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই মাসে সাপ্তাহিক ছুটির সাথে হোলি, দোল ও রাম নবমীর ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। তাই অহেতুক ভোগান্তি থেকে বাঁচতে আপনার ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত কাজ আগেভাগে সময়মতো সেরে ফেলুন।

হতে পারে ট্রেনের সময় পরিবর্তন

এবছর মার্চ মাস থেকেই গরমের দাপট শুরু হতে চলেছে। যার কারণে অনেক ট্রেনের টাইম-টেবিল পরিবর্তন করতে পারে রেল। এবিষয়ে মার্চের শুরুতেই নতুন সূচি প্রকাশ করতে পারে রেল কর্তিপক্ষ। মিডিয়া রিপোর্ট অনুসারে, দশ হাজার প্যাসেঞ্জার ট্রেন এবং তিন হাজার মালবাহী ট্রেনের টাইম টেবিল 1লা মার্চ থেকে পুনঃনির্ধারণ করা হবে।

Ration Card: রেশন নিয়ে নতুন ঘোষণা করলো খাদ্য দপ্তর, এই মাস থেকে কোন কার্ডে কত সামগ্রী দেওয়া হচ্ছে দেখেনিন।

সোশ্যাল মিডিয়া নজরদারি বাড়াতে প্রযোজ্য হবে এই নতুন নিয়মগুলি

কেন্দ্রীয় সরকার সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়াতে তিনটি অভিযোগ কমিটি গঠন করতে চলেছে। যার কারণে সরাসরি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো প্ল্যাটফর্ম গুলিকে নিয়ন্ত্রণ করা যাবে। ধর্মীয় অনুভূতিতে উসকানি দেয় এমন পোস্টের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। অভিযোগ দায়ের করার 30 দিনের মধ্যেই কমিটি তার নিষ্পত্তি করবে।
পয়লা মার্চ থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। এক্ষেত্রে ব্যবহারকারীদের জরিমানাও হতে পারে বলে জানা যাচ্ছে।

এছাড়া পরিবর্তন হবে এই নিয়ম

প্রত্যেক মাসের শুরুতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়। আগামী মার্চ মাসে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও সস্তি পেতে চলেছে। একই সঙ্গে, ১লা মার্চ থেকে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বিশেষ পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার নামে অন্য কেউ সিম ব্যবহার করছে নাতো। সতর্ক না থাকলেই হতে পারে জেল।

সোনা ও রুপোর দাম পরিবর্তন হবে

আগামী মাসে সোনা অথবা রূপো কেনার পরিকল্পনা থাকলে, আপনার জন্য একটি খুব ভাল এবং সুখবর রয়েছে। সম্প্রতি 10 গ্রাম সোনা ও 1 কেজি রূপোর দাম, তার সর্বোচ্চ দাম থেকে যথাক্রমে 3000 টাকা ও 10600 টাকা নিচে চলে এসেছে। আসলে, জানুয়ারি মাসে সোনা ও রূপার দাম অনেকটাই বেড়ে গিয়েছিলো। কিন্তু গত দু সপ্তাহে স্বর্ণ ও রুপোর দামে মন্দাভাব দেখা দিয়েছে। তাই মার্চ মাসে সোনা ও রূপো কেনার একটা সুবর্ণ সুযোগ রয়েছে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন