Dearness Allowance বা মহার্ঘ ভাতার নতুন নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীরা আগামী ১লা মার্চ থেকে ৬ শতাংশ হরে ডিএ পেতে চলেছেন। প্রসঙ্গত গত ২৪শে ফেব্রুয়ারি, শুক্রবার রাজ্য সরকার, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী অনুযায়ী সরকারি কর্মচারীদের ডিএ ৩ শতাংশ হরে বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। যা এতদিন পর্যন্ত চলতি ৩ শতাংশ ডিএর সঙ্গে মিলিয়ে ৬ শতাংশ হয়।
তবে এবার প্রশ্ন হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী কোন গ্ৰুপের কর্মচারীরা কত বেতন পাবে। আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করবো।
এবিষয়ে গ্রুপ D-র কোনও কর্মীর বেসকি বেতন যদি ২০১৭ সালে ১৭ হাজার টাকা থাকে তাহলে তা এতদিনে ইনক্রিমেন্ট হয়ে প্রায় ১৯ হাজার ৭০৭ টাকা হয়েছে। এই ১৯ হাজার ৭০৭ টাকার মূল বেতনের সঙ্গে ৬ শতাংশ মহার্ঘ ভাতা যোগ করলে কর্মচারীর ব্যাঙ্কে সামনের মাসে প্রায় ২০ হাজার ৮৯০ টাকা ঢুকবে।
অন্যদিকে যারা গ্রুপ C তে ২০১৭ সালে ২২ হাজার ৭০০ টাকার মূল বেতনে চাকরিতে যুক্ত হয়েছিলেন তাদের বর্তমান মূল বেতন প্রায় ২৬ হাজার ৩১৫ টাকা। এই মূল বেতনের ৬ শতাংশ ডিএ প্রায় ১৫৭৮ টাকা হয়। এই ডিএ মিলিয়ে কর্মচারীরা প্রায় ২৭ হাজার ৮৯৫ টাকা বেতন পাবেন।
DA বৃদ্ধি নিয়ে নতুন দাবি, ৬ এর বদলে ৯ শতাংশ হারে DA এর দাবি রাখলো সরকারি কর্মচারীরা।
এছাড়া ২৮ হাজার ৯০০ টাকার বেতনে ২০১৭ সালে যুক্ত হওয়া উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বর্তমান মূলবেতন হয় প্রায় ৩৩ হাজার ৫০০ টাকা হয়। এই বেতনের ওপর ৬ শতাংশ ডিএ যা প্রায় ২০১০ টাকা হয় তা যুক্ত করলে কর্মচারীরা সামনের মাস থেকে প্রায় ৩৫ হাজার ৫১০ টাকা বেতন পাবেন।