Ration Card: রেশন নিয়ে নতুন ঘোষণা করলো খাদ্য দপ্তর, এই মাস থেকে কোন কার্ডে কত সামগ্রী দেওয়া হচ্ছে দেখেনিন।

গত ২৫শে ফেব্রুয়ারি রাজ্যের খাদ্য দপ্তর, কোন রেশন কার্ডে কত সামগ্রী দেওয়া হচ্ছে তা নিয়ে একটি টুইটার পোস্ট করছে। এই টুইটার পোস্টের মাধ্যমে খাদ্য দপ্তর কার্ডের শ্রেণী অনুযায়ী ফেব্রুয়ারি, ২০২৩ থেকে প্রাপ্য রেশন সামগ্রীর পরিমান সম্পর্কে জানিয়েছে।

রাজ্যের সাধারণ মানুষকে তাদের ন্যায্য প্রাপ্য রেশন সামগ্রীর সম্পর্কে সচেতন রাখতে খাদ্য দপ্তর প্রায় প্রতিমাসেই এই ধরনের টুইটার পোস্ট করে থাকে। গত ২৫শে ফেব্রুয়ারি খাদ্য দপ্তরের জারি করা তথ্য অনুযায়ী অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ডে ফেব্রুয়ারি, ২০২৩ থেকে পরিবারপিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম পুষ্টিকর আটা নইলে ১৪ কেজি গম বিনামূল্যে দেওয়া হচ্ছে। এছাড়া পরিবারপিছু ১ কেজি চিনি ১৩ টাকা ৫০ পয়সা কিলো দরে দেওয়া হচ্ছে।

অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড বা PHH রেশন কার্ডে মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম পুষ্টিযুক্ত আটা নইলে ২ কেজি গম বিনামূল্যে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে খেয়াল রাখবেন এখানে মাথাপিছু প্রাপ্য রেশন সামগ্রীর কথা বলা হয়েছে।

Awas Yojana: আবাস যোজনা প্রকল্পে কাউকে আর ১টাকাও দিতে হবে না। বড়ো-সড়ো ঘোষণা করলো রাজ্য।

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত বা SPHH রেশন কার্ডেও PHH রেশন কার্ড এর মতোই মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম পুষ্টিযুক্ত আটা নইলে ২ কেজি গম বিনামূল্যে দেওয়া হচ্ছে।

অন্যদিকে RKSY-১ রেশন কার্ডের সুবিধাভোগীদের মাথাপিছু ৫ কেজি এবং RKSY-২ রেশন কার্ডের সুবিধাভোগীদের মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানালো রাজ্যের খাদ্য দপ্তর।

এবিষয়ে খাদ্য দপ্তর আরো জানিয়েছে যে, রেশন কার্ডের সুবিধাভোগীদের কোনো রকম অভিযোগ থাকলে তার সকল ৮ থেকে রাত্রি ৮ র মধ্যে ১৯৬৭ নাম্বার অথবা ১৮০০ ৩৪৫৫ ৫০৫ নাম্বারে ফোন করে তা জানাতে পারেন।

এই ধরেন আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রূপে যুক্ত হন।

আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন👉যুক্ত হন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন