DA News: ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের বিরাট সিদ্ধান্ত, দেখে নিন আজ কি জানালো সুপ্রিম কোর্ট

Supreme Court's big decision on DA case

আজ অর্থাৎ ৩রা নভেম্বর রাজ্যের DA (মহার্ঘ ভাতা) মামলা নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এদিন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী অপেক্ষায় ছিল মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের। তবে আজও তেমন কিছু সুখবর পেলোনা রাজ্যের সরকারি কর্মচারী। তাহলে কি জানালো সুপ্রিম কোর্ট? আবার কবে এবিষয়ে শুনানি হবে? কবেই বা এই মামলা মিটবে? আসুন জেনেনি।

রাজ্যের সরকারি কর্মচারীদের আসা ছিল যে, ডিএ মামলার নিষ্পত্তি আজ হয়ে যাবে। এবিষয়ে রাজ্যের SLP খারিজ হয়ে যাবে বলে আশাবাদী ছিল হাজার হাজার কর্মচারী। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র জানিয়েছিলেন যে, সরকারি কর্মীরাদের মহার্ঘ ভাতা কার্যত ১০০ শতাংশ নিশ্চিত।

তবে এদিন আর এই সুখবরটি পেলোনা রাজ্যের কর্মচারীরা। আবারো একবার পিছিয়ে গেলো এই DA মামলা। তাও আবার অনেকটা লম্বা সময়ের জন্যই পিছিয়ে গেছে এই মামলা। জানা যাচ্ছে যে, এর পর সোজা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে।

প্রসঙ্গত আজকে শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে জানান যে, বিস্তারিত শুনানির জন্য একটা অ-বিবিধ দিন নির্ধারিত করা হোক। যেহেতু আজকে একটি বিবিধ দিন ছিল তাই অন্য কোনো দিন এই মামলার শুনানি হোক বলে আবেদন করেন রাজ্যের আইনজীবী।

অন্যদিকে সরকারি কর্মচাদের পক্ষ থেকে জানানো হয় যে, এই মামলার সঙ্গে রাজ্যের হাজার হাজার কর্মচারী জড়িত আছে। তাবন ইতিমধ্যে এই মামলাটি অনেকবার পিছিয়ে গেছে। তাই শীঘ্রই যেন এই মামলার নিষ্পত্তি হোক তা আবেদন করেছে সরকারি কর্মচারীদের পক্ষ।

এই সব পক্ষের যুক্তি-তর্ক শোনার পর মাননীয় বিচারপতি হৃষিকেশ রায় এবং সঞ্জয় করোলের বেঞ্চের তরফ থেকে জানানো হয় যে, এই মামলা পরবর্তী শুনানি আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের কোনো একটা দিনে করা হবে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন