CLW Recruitment: ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হচ্ছে রেলওয়ে স্কুলে, দেখে নিন যোগ্যতা ও বেতন

CLW Railway school is recruiting through interview

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অর্থাৎ CLW (সিএলডব্লিউ) শিক্ষক পদে নিয়োগের জন্য আহ্বান জানিয়েছে চাকরি প্রার্থীদের। গত ৩০শে অক্টোবর চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে PGT এবং PRT পদে আগামী নিয়োগ করা হবে।

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭টি PGT এবং ৩টি PRT পদ মিলিয়ে মোট ২০টি পদে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। PGT-র ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ২টি পদে, বাংলার ১টি পদে, Pol.Sc. এর ১টি পদে, ইংলিশের ২টি পদে, হিন্দির ৩টি পদে, ইতিহাসের ২টি পদে, গণিটের ১টি পদে, ইকোনমির ২টি পদে, কমার্স এর ১টি পদে, এবংশারীরিক শিক্ষার ২টি পদে নিয়োগ করা হবে।

অন্যদিকে PRT বিভাগের কম্পিউটার বিষয়র ৩টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস জানিয়েছে যে, যে বিষয়ে আবেদন করা হচ্ছে তাতে আবেদন করি প্রার্থীর ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। থাকতে হবে। এছাড়া প্রার্থীর বয়স 65 বছরের কম হতে হবে।

বেতনের ক্ষেত্রে জানানো হয়েছে যে, PGT বিভাগে ২৭ হাজার ৫০০ এবং PRT বিভাগে ২১ হাজার ৫০০ টাকার মাসিক বেতন দেওয়া হবে।

আগামী ২২, ২৩ এবং ২৪শে নভেম্বর বেলা ১১তা থেকে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের অফিসে ইন্টারভিউ নেওয়া হবে। এক্ষেত্রে ২২ তারিখ বাংলা, ইংলিশ, ইতিহাস, ২৩ তারিখ গণিত, পদার্থবিজ্ঞান, ইকোনমির ও কমার্স এবং ২৪ তারিখ অন্য বিষয় গুলির ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউ এর পর মেডিক্যাল পরীক্ষায় পাশ হলেই প্রার্থীদের নির্বাচন করা হবে. এবিষয়ে অতিরিক্ত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ুন।

অফিসিয়াল নোটিফিকেশন ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন