AIIMS Job: গ্রুপ B এবং C মিলিয়ে মোট ৯১টি খালি পদে নিয়োগ করছে AIIMS, এখনই আবদেন করুন

AIIMS Deoghar is recruiting for 91 vacancies

AIIMS দেওঘর নিয়ে এসেছে চাকরির সুবর্ণ সুযোগ। গ্রুপ বি এবং সি মিলিয়ে মোট ৯১টি খালি পদে নিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে চাকরি প্রার্থীদের। এবিষয়ে AIIMS দেওঘর (ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, DEOGHAR) এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ সম্পর্কে ঘোষণা করে। আসুন জেনেনি এই এই পদে আবেদন করার যোগ্যতা, পদ্ধতিতে এবং বেতন সম্পর্কে।

AIIMS দেওঘর দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী প্রশাসনিক কর্মকর্তার ১টি পদে, গ্রন্থাগারিকের ৩টি পদে, মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের ১টি পদে, জুনিয়র অ্যাকাউন্টস অফিসারের ২টি পদে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/টেকনিশিয়ানের ১টি পদে, অফিস সহকারীর ৫টি পদে, হোস্টেল ওয়ার্ডেনের ২টি পদে, স্টোর কিপারের ৬টি পদে, জুনিয়র ইঞ্জিনিয়ারের ৩টি পদে, ল্যাব টেকনিশিয়ানের ৫টি পদে, ফার্মাসিস্ট গ্রেড-২ এর ৫টি পদে, ক্যাশিয়ারের ২টি পদে, ল্যাব অ্যাটেনডেন্ট এর ৮টি পদে, জুনিয়র ওয়ার্ডেনের ৪টি পদে এবং হাসপাতাল অ্যাটেনডেন্ট এর ৪০ টি পদে নিয়োগ করা হচ্ছে।

এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা নির্ধারণ করেছে AIIMS দেওঘর। এবিষয়ে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন থেকে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার বিষয়ে বিস্তারিত জানতে পারবে।

এবিষয়ে আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের জানিয়ে রাখি যে, গত ২৭শে অক্টোবর থেকে অনলাইনে আবেদন পক্রিয়া শুরু হয়ে গেছে যা আগামী ১৬ই নভেম্বর ২০২৩ পর্যন্ত চলবে। এক্ষেত্রে আবেদন করার জন্য আবেদন করি প্রার্থীকে https://aiimsdeoghar.edu.in পোর্টাল থেকে আবেদন করতে হবে।

এর পাশাপাশি জানিয়ে রাখি যে, আবেদন করার জন্য ১৫০০ টাকার আবেদন ফি দিতে হবে। তবে এসসি, এসটি এবং EWS প্রার্থীদের শুধুমাত্র ১২০০ টাকা এবং মহিলা প্রার্থীদের কোনো রকম ফি দিতে হবেনা।

নির্বাচনের কথা বললে, AIIMS দেওঘরের তরফ থেকে জানানো হয়েছে যে, গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদগুলির জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।

অফিসিয়াল নোটিফিকেশন ▶ ক্লিক করুন
অফিসিয়াল পোর্টাল ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন