CRPF Medical Officer Recruitment: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ, CRPF মেডিকেল অফিসার পদে চলছে নিয়োগ

CRPF Medical Officer Recruitment is going on through walk-in-interview

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) সম্প্রতি ঘোষণা করেছে যে, ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে জেনারেল ডিউটি ​​মেডিকেল অফিসারদের নিয়োগের করা হচ্ছে। আসুন জেনেনি এই পদে আবেদন করার যোগ্যতা, পদ্ধতি এবং বেতন সম্পর্কে।

CRPF দাঁড় জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জেনারেল ডিউটি ​​মেডিকেল অফিসারের মোট ১২টি খালি পদে নিয়োগ করা হবে। উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম MBBS, Internship হতে হবে। অন্যদিকে বয়সসীমার দিক থেকে প্রার্থীর বয়স ৭০ বছরের কম হতে হবে।

ভিন্ন ভিন্ন স্থানে আগামী ৪ঠা ডিসেম্বর সকাল ৯ টার সময় এই চাকরির ওয়াক-ইন-ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের স্থান গুলি নিম্নরূপ:

  • কম্পোজিট হাসপাতাল, সিআরপিএফ, জগদলপুর
  • কম্পোজিট হাসপাতাল, সিআরপিএফ, গুয়াহাটি
  • গ্রুপ সেন্টার, সিআরপিএফ, শ্রীনগর
  • কম্পোজিট হাসপাতাল, CRPF, নাগপুর
  • কম্পোজিট হাসপাতাল, সিআরপিএফ, ভুবনেশ্বর

জানিয়ে রাখি যে, এই স্থানগুলিতে ইন্টারভিউয়ের পর দেশের যেকোনো কোনায় প্রার্থীর পোস্টিং হতে পারে। এক্ষেত্রে এমনটা হবে না যে, এখানে ইন্টারভিউ দিলে এখানেই চাকরি করতে হবে।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হওয়ার সময়, প্রার্থীদের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ফটোকপি যেমন ডিগ্রী, বয়স প্রমাণ এবং অভিজ্ঞতার শংসাপত্র, পাঁচটি পাসপোর্ট আকারের সাম্প্রতিক ছবি নিয়ে যেতে হবে।

এবার আসা যাক বেতনের উপর, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর তরফ থেকে জানানো হয়েছে যে, উক্ত পদের জন্য ৭৫ হাজার টাকার পারিশ্রমিক প্রদান করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন