Business Idea: আজই আপনার বাড়ি থেকে শুরু করুন এই ব্যবসা, ভালো লাভ হবে, জানুন ইমকামের উপায়

অনেক সময় আমরা নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবি, কিন্তু কী ব্যবসা শুরু করব তা ঠিক করে উঠতে পারি না। এমন অবস্থায় বিজনেস এক্সপার্টরা বাজার চাহিদার কথা মাথায় রেখে ব্যবসার টপিক বেছে নেওয়ার পরামর্শ দেয়। আজ আমরা আপনাদের জন্য এমনই একটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে এসেছি। আমরা আজ গ্রিটিংস কার্ড বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের বলবো।

start this business today from your home

বিয়েবাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন ও নববর্ষের মতো এমন অনেক অনুষ্ঠান রয়েছে যেখানে লোকেদের প্রায়ই গ্রিটিংস কার্ড এর দরকার পরে। তাই এই ব্যবসাটি ইউনিক স্টাইলে শুরু করলে ভালো কাস্টমার বেস এবং আয় উভয়ই পাওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা আপনি ঘরে বসেই এই ব্যবসাটি শুরু করতে পারেন। এবিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কিভাবে গ্রিটিংস কার্ড ব্যবসা শুরু করবেন

সবার আগে মার্কেটে কোন ধরনের কার্ডের চাহিদা সবথেকে বেশি, সেটা আপনাকে জানতে হবে। এটি আপনাকে গ্রিটিংস কার্ড ডিজাইন এর ব্যাপারে বেসিক ধারণা দেবে। এক্ষেত্রে আপনি অনলাইন থেকেও কার্ড ডিজাইনের দুর্দান্ত ধারণা নিতে পারেন। আপনাকে সবসময় প্রিমিয়াম এবং সেরা ডিজাইনের গ্রিটিংস কার্ড বানানোর উপর জোর দিতে হবে।

Small Business Ideas: মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করুন এই 4 টি ব্যবসা, প্রতি মাসে ইনকাম হবে এক লক্ষ টাকা।

এবার গ্রিটিংস কার্ডের উপরে লেখার জন্য আপনাকে কিছু আকর্ষণীয় মেসেজ সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আপনি নিজের থেকে কিছু ভালো মেসেজ লিখতে পারেন। এরপর বাড়িতে বসে কম্পিউটারের সাহায্যে আপনি কার্ডগুলি ডিজাইন করতে পারেন।

ব্যবসা শুরু করতে কি কি দরকার

গ্রিটিংস কার্ডের ব্যবসা করতে বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়বে। ভালোভাবে কাজ চালু করতে ডেস্কটপ, কার্ড ডিজাইন করার সফটওয়্যার, স্ক্যানার, প্রিন্টার এবং কার্ড স্টক বা ফটো পেপারের প্রয়োজন হবে৷ আজকের দিনে এগুলো কিনতে প্রায় 40000 হাজার টাকার মতো খরচ পড়বে।

Farming Business Idea: এই জিনিস চাষ করলেই আপনার জীবন বদলে যাবে, শীঘ্রই কোটিপতি হয়ে উঠবেন

বাড়িতেই অফিস সেট আপ করুন

গ্রিটিংস কার্ড তৈরি এবং বাজারজাত করার জন্য নিজের বাড়িতেই একটি হোম অফিস সেট আপ করুন। এর জন্য আপনি বেসমেন্ট অথবা কোনো ছোটো রুম বেছে নিতে পারেন।

গ্রিটিং কার্ড নমুনা তৈরি করুন

গ্রাহকদের আকর্ষিত করতে একাধিক কার্ডের নমুনা তৈরি করুন। ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার গ্রিটিং কার্ড এর প্রচার চালিয়ে তা বাজারজাত করে তুলতে পারেন। এছাড়া আপনি পরিবারের সদস্য, বন্ধু বান্ধব অথবা সহকর্মীদের আপনার কার্ডের নমুনা দেখিয়ে ব্যবসার প্রচার করতে পারেন।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন