DA বৃদ্ধির দাবিতে গত কয়েক মাস ধরেই রাজ্যের সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে। রাজ্য সরকার এই আন্দোলনের কারণেই গত ২৪শে ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা ৬ শতাংশ করেছে। তবে আপনি কেন্দ্র সরকারের কর্মচারীদের DA এর সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের DA এর তুলনা করলে অবাক হয়ে যাবেন।
প্রসঙ্গত কেন্দ্র সরকারের কর্মচারীরা AICPI নিয়ম অনুযায়ী ৩৮ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা পায় যা এতদিন পর্যন্ত চলে আসা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের DA-র তুলনায় ৩৫ শতাংশ বেশি হয়। তবে গত মাসের ৩ শতাংশ DA বৃদ্ধির পর থেকে এই পার্থক্য একটু কমে ৩২ শতাংশ হয়েছে।
কেন্দ্রের এবং রাজ্যের DA তে এত বড়ো তফাৎ থাকার কারণেই রাজ্যের বেশকিছু সরকারি কর্মচারী রাজ্য সরকারের কাছে AICPI নিয়ম অনুযায়ী DA-র দাবি রেখেছে।
কেন্দ্রের এবং রাজ্যের DA-র শতকরা শতাংশের তফাৎটা তো জানলেন। এবারে একটু খাতা-কলমের হিসাবে দেখে নেওয়া যাক যে কেন্দ্র সরকারের কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারে কর্মচারীরা কত কম বেতন পাচ্ছেন।
DA Hike: নতুন DA নিয়ম অনুযায়ী মার্চ মাস থেকে কোন গ্ৰুপের কর্মচারীরা কত বেতন পাবে দেখেনিন।
এবিষয়ে ২০১৭ সালে ১৭ হাজার টাকার মূল বেতনে যুক্ত হওয়া গ্রুপ D-র কর্মচারীদের ২০২২ সালের ইনক্রিমেন্টর পর বেতন প্রায় ১৯ হাজার ৭০৭ টাকা হয়েছে। এই ১৯ হাজার ৭০৭ টাকার মূল বেতনের ওপর রাজ্যের সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হরে ১১৮৩ টাকার DA বা মহার্ঘ ভাতা পায় এবং অন্যদিকে কেন্দ্র সরকারের কর্মচারীরা ৩৮ শতাংশ হরে ৭৪৮৮ টাকার মহার্ঘ ভাতা পায়, যা প্রায় রাজ্য সরকারের কর্মচারীদের তুলনায় ৬৩০৫ টাকা বেশি হয়।
আবার অন্যদিকে ২০১৭ সালে ২২ হাজার ৭০০ টাকার মূল বেতনে যুক্ত হওয়া গ্রুপ C-র কর্মচারীদের ২০২২ সালের ইনক্রিমেন্টর পর বেতন প্রায় ২৬ হাজার ৩১৫ টাকা হয়েছে। এই ২৬ হাজার ৩১৫ টাকার মূল বেতনের ওপর রাজ্যের সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হরে ১৫৭৮ টাকার DA বা মহার্ঘ ভাতা পায় এবং অন্যদিকে কেন্দ্র সরকারের কর্মচারীরা ৩৮ শতাংশ হরে প্রায় ১০ হাজার টাকার মহার্ঘ ভাতা পায়, যা প্রায় রাজ্য সরকারের কর্মচারীদের তুলনায় ৮৪২২ টাকা বেশি হয়।
DA বৃদ্ধি নিয়ে নতুন দাবি, ৬ এর বদলে ৯ শতাংশ হারে DA এর দাবি রাখলো সরকারি কর্মচারীরা।
এছাড়া ২৮ হাজার ৯০০ টাকার বেতনে ২০১৭ সালে যুক্ত হওয়া উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বর্তমান মূল বেতন ইনক্রিমেন্টর পর প্রায় ৩৩ হাজার ৫০০ টাকা হয়েছে। এই মূল বেতনে রাজ্যের সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হরে ২০১০ টাকার DA পায় এবং অন্যদিকে কেন্দ্র সরকারের কর্মচারীরা ৩৮ শতাংশ হরে প্রায় ১২ হাজার ৭৩০ টাকার DA পায়, যা রাজ্য সরকারের কর্মচারীদের তুলনায় ১০ হাজার ৭২০ টাকা বেশি হয়।
এপ্রসঙ্গে সংবাদ সূত্রে আরো জানা যাচ্ছে যে ২০২৩-এ কেন্দ্র সরকারের কর্মচারীদের DA আরো ৩ শতাংশ বাড়তে পারে। এবছর কেন্দ্র সরকারের কর্মচারীদের DA যদি ৩ শতাংশ বাড়ে তাহলে তা ৪১ শতাংশ হয়ে যাবে।