NTPC Recruitment: ৫০ টি শূন্য পদে নিয়োগ চলছে NTPC সংস্থায়, ১০ই নভেম্বরের মধ্যে করুন আবেদন

50 vacancies are being recruited in NTPC company

ভারত সরকারের এন্টারপ্রাইজ সংস্থা NTPC-র তরফ থেকে জারি করা হয়েছে চাকরির আমন্ত্রণ। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এক্সেকিউটিভ (কম্বিনেশ সাইকেল পাওয়ার প্লান্ট) পদের মোট ৫০ টি খালি পদে নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। আসুন জেনেনি এই পদে আবেদন করার যোগ্যতা, বেতন এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে।

NTPC-র তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এক্সেকিউটিভের এই ৫০টি খালি পদের মধ্যে ২২টি পদ আনরিসার্ভড শ্রেণীর, ৫টি EWS প্রার্থীদের, ১১টি ওবিসি প্রার্থীদের, ৮টি এসসি এবং ৪টি এসটি প্রার্থীর পদ বরাদ্দ করা হয়েছে।

এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার দিক থেকে জানানো হয়েছে যে, ইলেকট্রিকাল/মেকানিকাল/ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে যে কোনো সিকৃত শিক্ষা প্রতিষ্ঠান ডিগ্রি প্রাপ্ত করতে হবে। এর পাশাপাশি প্রার্থীর কাছে ২ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

অন্যদিকে বয়সসীমার দিক থেকে NTPC-র তরফ থেকে জানানো হয়েছে যে, প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি, এসসি, এসটি, EWS ও PwBD প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় রয়েছে।

এই পদের জন্য NTPC লিমিটেড ৯০ হাজার টাকার মাসিক বেতন সহ অন্যান্য ভাতা নির্ধারিত করেছে।

NTPC লিমিটেডের (National Thermal Power Corporation) এই এক্সেকিউটিভ পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা careers.ntpc.co.in পোর্টাল থেকে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন করার জন্য জেনারেল, EWS এবং OBC প্রার্থীদের ৩০০ টাকার ফি দিতে হবে। তবে এসসি, এসটি, PwBD, XSM এবং মহিলা প্রার্থীদের কোনো রকমের ফি দিতে হবে না। জানিয়েদি যে, গত ২৭শে অক্টোবর ২০২৩ থেকে আবেদন পক্রিয়া শুরু হয়ে গেছে এবং ১০ই অক্টোবর আবেদন পক্রিয়া শেষ হয়ে যাবে।

অফিসিয়াল নোটিফিকেশন ▶ ক্লিক করুন
আবেদনের পোর্টাল ▶ careers.ntpc.co.in

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন