Power Grid Recruitment: ফিন্যান্স ট্রেইনি অফিসার পদে নিয়োগ করছে PGCIL, এখনই আবেদন করুন অনলাইনে

Power Grid Corporation of India Limited is recruiting for the post of Finance Trainee Officer

সম্প্রতি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (PGCIL) বা POWERGRID ফিনান্স প্রফেশনাল পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। PGCIL এর তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ফিন্যান্স ট্রেইনি অফিসারের মোট ২০ টি পদে নিয়োগ করা হচ্ছে। আসুন বিস্তারিত জেনেনি এই নিয়োগ সম্পর্কে।

গত ১৮ই অক্টোবর পাওয়ার গ্রিড কর্পোরেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা এই নিয়োগের সম্পর্কে জানানো হয়। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২০টি ফিন্যান্স ট্রেইনি অফিসারের পদে নিয়োগ হচ্ছে। যার মধ্যে, OBC প্রার্থীদের জন্য ৬টি, SC প্রার্থীদের জন্য ২টি, ST প্রার্থীদের জন্য ২ এবং PwBD প্রার্থীদের জন্য ২ সিট বরাদ্দ করা হয়েছে। বাকি ৮টি সিট আনরিসার্ভ রাখা হয়েছে।

উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম CA/CMA পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

অন্যদিকে বয়সসীমার দিক থেকে পাওয়ার গ্রিড কর্পোরেশন জানিয়েছে যে, আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২৮ বছরের কম হতে হবে।

বেতনের বিষয়ে পাওয়ার গ্রিড কর্পোরেশন জানিয়েছে যে, ট্রেনিং এর সময় এই পদে ৪০,০০০ টাকার বেসিক বেতন সহ অন্যান্য ভাতা প্রদান করা হবে। অন্যদিকে ট্রেনিং শেষ হয়ে গেলে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জানিয়েদি যে, আগামী ১৩ই নভেম্বরের মধ্যে www.powergrid.in পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন করার জন্য ৫০০ টাকার আবেদন ফি দিতে হবে। তবে SC, ST, PwBD, এক্স সার্ভিসমান DESM প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন