সাইবার জালিয়াতি থেকে মোবাইল গ্রাহকদের রক্ষা এবং সরকারি সুবিধা গুলি সকলের কাছে সহজ ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস একটি বিরাট সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের অন্তর্গত প্রত্যেক মোবাইল গ্রাহকের জন্য একটি উনিক আইডি বরাদ্দ করা হবে অনেকটা ঠিক আধার নম্বরের মতো।
আসন্ন মোবাইল কাস্টমার আইডি সিস্টেম শুধুমাত্র একটি আইডির অধীনে সিম কার্ডের ট্র্যাকিংকে সহজ করে তুলবে। পাশাপাশি ওই সিমটা কোথায় রেজিস্ট্রি করা হয়েছিল তার ইতিহাস থাকবে এই উনিক আইডি সিস্টেমে। যার মাধ্যমে যে কোনো সিমের আসল মালিক কে তা খুব সহজেই ধরতে পারা যাবে। অনলাইন জালিয়াতিকে রুখতে এটি খুবই কার্যকর হতে পারে।
এই উদ্যোগটি একটি ব্যাক্তিকে বেআইনি ভাবে একাধিক সিম কার্ড নেওয়া থেকেও বাধা দিবে। জানিয়েদি যে, বর্তমানে একজন ব্যাক্তি ৯টির বেশি সিম কার্ড নিতে পারেনা। তবে বেশকিছু লোক এই নিয়ম উলঘ্ন করে একাধিক সিম নিয়ে থাকে। বর্তমানে এই একাধিক সিম কার্ডকে সহজে ধরা যায়না।
এর সত্বেও গত ৬ মাসে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সহায়তায় ৬.৪ মিলিয়নেরও বেশি সিম কার্ড বাতিল করেছে।
সিম কার্ডের প্রকৃত ব্যবহারকারীদের যাচাই করার করার জন্য, সরকার একটি নতুন নিয়ম লাগু করতে চলেছে। এই নিয়মের অন্তর্গত একটি সিম কার্ড কেনার সময় গ্রাহককে এটা জানাতে হবে যে উক্ত সিমটি আসলে কে ব্যবহার করবে, গ্রাহক নিজে না তার পরিবারের কেও। যা শিশুদের ডেটা সুরক্ষা জড়িত ক্ষেত্রে সহায়তা করবে বলে জানানো হয়েছে।
বর্তমানে সরকার জালিয়াতি সিম সংযোগ বন্ধ করার জন্য নানান ধরণের পদক্ষেপ নিচ্ছে। যার মধ্যে উনিক গ্রাহক আইডি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই সিস্টেমের অন্তর্গত বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, আয়, শিক্ষা এবং কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এই উনিক গ্রাহক আইডি তৈরী করার কথা ভাবছে কেন্দ্র।
সরকারি আধিকারিকদের মতে এই উনিক গ্রাহক আইডি সিস্টেমের মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপগুলিকে শনাক্ত করে উক্ত জালিয়াতিবাজ কে শাস্তি দেওয়া যাবে।