Firecrackers Ban: শুধু দিল্লি নয়, সারা দেশ জুড়ে মানতে হবে আতশবাজির নিষেধাজ্ঞা! বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Order on firecrackers applies to all states

একবারে দোরগোড়ায় চলে এসেছে দীপাবলি। আর দীপাবলি মানেই আতশবাজি, বাজি-পটকা আর আলোর খেলা। তবে এরই মধ্যেই মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফ থেকে আতশবাজি নিয়ে এল একটি বিরাট সিদ্ধান্ত। এবার শুধু দিল্লি নয় সারা দেশ জুড়ে মানতে হবে আতশবাজির নিষেধাজ্ঞা।

এদিন সুপ্রিম কোর্টের বেঞ্চ উল্লেখ করে যে, পটকাগুলিতে রাসায়নিক ব্যবহারের বিশেষ নির্দেশাবলী এবার কেবল শুধু মাত্র দিল্লি-এনসিআর এর উপর লাগু হবে তা না, বরং সারা দেশ জুড়ে লাগু হবে।

এই স্পষ্টীকরণটি আসে যখন ওই দিন একটি শুনানিতে রাজস্থানকে বেশকিছু আতশবাজির নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিচ্ছিলো শীর্ষ আদালত। আবেদনকারীর তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে, এমন একটা ধারণা তৈরী হয়েছে যেখানে এটা মনে করা হচ্ছে যে, শুধুমাত্র দিল্লি এবং দিল্লির আশপাশের শহর গুলিতেই আতশবাজি নিয়ে নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে। তার পরেই এই স্পষ্টীকরণটি আসে আদালতের তরফ থেকে।

আদালত এর তরফ থেকে রাজস্থানকে জানানো হয় যে, বিশেষ ধরণের আতশবাজি নিষেধাজ্ঞার উপর জারি করা নির্দেশ গুলি লাগু করার কথা ভেবে দেখতে হবে। এর পাশাপাশি উৎসবের মরসুমে বায়ু দূষণ কমানোর জন্য অন্যান্য রাজ্যকেও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় আদালত।

এদিন সুপ্রিম কোর্ট বিচারপতি এম এম সুন্দ্রেশ আরও জানাই যে, পরিবেশ সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রে শুধুমাত্র আদালতের কর্তব্য রয়েছে এমন একটি ভুল ধারণা রয়েছে। এটা প্রত্যেকের জন্য একটি কর্তব্য।

অন্যদিকে রাজধানী এবং প্রতিবেশী রাজ্যগুলিতে বায়ু দূষণ নিয়েও কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলিকেও তিরস্কার করে। বিচারপতি সুন্দরেশ বলেন, আমরা দেখছি যে বর্তমানে একটা দোষের চাপানোর খেলা চলছে, সবাই নিজের দোষ পাশ করার চেষ্টা করছে।

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন