SECR Recruitment: স্পোর্টস কোটায় চাকরির দারুন সুযোগ, ৪৬ টি শূন্য পদে নিয়োগ করছে SECR রেলওয়ে

SECR is recruiting 46 vacancies in sports quota

SECR অর্থাৎ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, স্পোর্টস কোটা অন্তর্গত ক্রীড়া ব্যক্তিদের জন্য জারি করেছে চাকরির আমন্ত্রণ। এই নিয়োগের সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন কোন কোন বিভাগে নিয়োগ হচ্ছে, কোটি পদে নিয়োগ হচ্ছে, আবেদন করার পদ্ধতি, যোগ্যতা ও বেতন ইত্যাদি।

SECR দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাথলেটিক্স, হোকি, খোখো, ফুটবল, ক্রিকেট, হ্যান্ড বল, ওয়েট লিফটিং সহ বিভিন্ন বিভাগের মোট ৪৬ টি শূন্য পদে এই নিয়োগ হতে চলেছে। এর মধ্যে লেভেল ৫/৪ বিভাগের ৫টি পদে, লেভেল ৩/২ বিভাগের ১৬টি পদে এবং লেভেল ১ এর ২৫টি খালি পদে নিয়োগ হবে। এক্ষেত্রে কোন বিভাগে কোন ক্রীড়ার নির্দিষ্ট কত পরিমান খালি পদ রয়েছে তা জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

উক্ত পদে আবেদন করার জন্য শিক্ষগত যোগ্যতার বিষয়ে SECR জানিয়েছে যে, লেভেল ৫/৪ বিভাগের জন্য ন্যূনতম গ্রাজুয়েট হতে হবে। লেভেল ৩/২ বিভাগের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এবং লেভেল ১ এর জন্য মাধ্যমিক পাশ হতে হবে।

বয়সসীমার দিক থেকে জানানো হয়েছে যে, আবেদনকারী পার্থীকে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিয়ে secr.indianrailways.gov.in পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে ১৩ই নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি যে, আবেদন ফি এর ৪০০ টাকা রিফান্ড করা যাবে বলে জানিয়েছে SECR রেলওয়ে।

সমস্ত যোগ্য প্রার্থীদের ট্রায়ালের জন্য ডাকা হবে এবং ট্রায়ালের পরে, শুধুমাত্র উপযুক্ত প্রার্থীদের মূল্যায়ন করে নিয়োগ করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ▶ ক্লিক করুন

এই ধরনের আরো প্রতিবেদন পড়তে হলে আমাদের সঙ্গে যুক্ত হন।

হোয়াটস্যাপ গ্রুপে

যুক্ত হন

টেলিগ্রাম চ্যানেলে

যুক্ত হন